আমাদের কথা খুঁজে নিন

   

পেন্টাগনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার চীনের

সোমবার এক প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি করে তথ্য চুরির অভিযোগ করেছে পেন্টাগন। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাল। পেন্টাগনের দাবি, চীন তাদের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য গুপ্তচরগিরি করে তথ্য বের করছে। কিন্তু চীন এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, “চীনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাধারণ ও যৌক্তিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছে এবং চীনের সামরিক খাতের বিকাশকে অযথাই ‘হুমকি’ হিসেবে দেখানোর চেষ্টা করছে।

” ‘এসব আচরণ চীন-মার্কিন সম্পর্কে আস্থা ও সহযোগিতার জন্য মঙ্গলজনক নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। চীন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতেই সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে,’ বলেন হুয়া। চীনের সামরিক শক্তিবৃদ্ধি নিয়ে মার্কিন কংগ্রেসে সোমবার পেন্টাগনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, চীন উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছে এবং ইতোমধ্যেই তারা যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরির মধ্যদিয়ে সামরিক প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছে। প্রতিবেদনে চীনের সাইবার গুপ্তচরবৃত্তি নিয়ে ‘গভীর শঙ্কা’ও প্রকাশ করার পাশাপাশি এও বলা হয় যে, ‘যুক্তরাষ্ট্রে অবিরাম (সাইবার) হামলার পেছনে চীন সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ আছে।

চীন মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কম্পিউটার হ্যাক করে প্রতিরক্ষা দপ্তর, সামরিক পরিকল্পনা ও সরকারি কর্মকর্তাদের সম্পর্কে গোপন তথ্য জোগাড় করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। চীন এর প্রতিবাদ জানিয়েছে এবং হ্যাকিং সম্পর্কে হুয়া বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে ভিত্তিহীন সমালোচনা ও রটনার প্রতিবাদ জানাই। কারণ ভিত্তিহীন সমালোচনা ও রটনার কারণে পারস্পরিক সহযোগিতা ও আলোচনা প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।