ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কর্তৃক এসব মুসলিম দেশের নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা নতুন কোন খবর নয়। ইরাকের আবু গ্বারিব কারাগারে বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের খুব ছিটেফোটা কয়েকটি ছবি আলোর মুখ দেখেছিল। পুরুষ বন্দীদের ওপর চালানো নির্যাতনের ওইসব ছবি থেকে কিছুটা হলেও আঁচ করা যায়, মার্কিন নরপশুরা ইরাকি নারী বন্দীদের ওপর কি পাশবিক অত্যাচার চালিয়েছে।
মার্কিন সেনারা তাদের নারী সহকর্মীদের ওপরও যে যৌন নির্যাতন চালায় সে খবরটি অনেকের কাছে নতুন, বেশীরভাগের কাছেই পুরনো। এসব নারী সেনা তাদের ওপর চালানো নির্যাতনের ব্যাপারে অভিযোগ জানিয়ে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিকার পাননি। পুরুষ সেনারাও নির্যাতিত হয়েছেন তাদের কমান্ডিং অফিসারদের দ্বারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এসব তথ্য প্রকাশ করেনি। এ কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবাধিকার সংগঠন পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।