শীতাতপ নিয়ন্ত্রিত বগি সংযোজনের পাশাপাশি নতুন সময়সূচি ধরে চলতে শুরু করেছে ঢাকা-নোয়াখালী রুটের আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস।
শনিবার সকালে উপকূলের নতুন যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী এবং নোয়াখালীর সংসদ সদস্য ওবায়দুল কাদের।
নতুন সময় অনুযায়ী এখন থেকে এই ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে নোয়াখালী ছেড়ে দুপুর ১২টা ২৫ মিনিটে কমলাপুর পৌঁছবে। এরপর বিকাল ৪টায় কমলাপুর ছেড়ে নোয়াখালীতে পৌঁছবে রাত সাড়ে ১০টায়।
১৯৮৬ সালে চালুর পর থেকে সকালে ঢাকা থেকে ছেড়ে বিকালে নোয়াখালী থেকে ছেড়ে যেত এই ট্রেনটি।
এই সময় পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল।
ওবায়দুল কাদের বলেন, “আজকে ট্রেনের সময় পরিবর্তনের মধ্য দিয়ে নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হল। একই সঙ্গে বাংলাদেশের রেলের অগ্রযাত্রার পথে নতুন মাত্রা যুক্ত হল। ”
নোয়াখালী (সোনাপুর) রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের পর ট্রেনে চড়েই ঢাকা রওনা হন রেলমন্ত্রী। তার সঙ্গী হন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, রেল সচিব ফজলে কবির, মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের।
ওবায়দুল কাদের বলেন, “অনিয়ম-অপকর্মের রাহুগ্রাস থেকে রেলকে রক্ষা করতে হবে এবং রেলকে বাঁচাতে হবে। আমাদের ইমিডিয়েট টার্গেট হচ্ছে রেলের অনিয়ম বদ্ধ করা এবং রেলের যাত্রপথ নিরাপদ করা। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।