আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা পরিবারের বিনিয়োগ দেশ কতটুকু লাভবান হবে!!

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে সাহারা ইন্ডিয়া পরিবারের কর্ণধার সুব্রত রায় সহ ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকা পৌঁছান। আবাসন খাতে বিনিয়োগের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে বুধবার একটি সমঝোতা স্মারকে সই করেন তিনি। আবাসন প্রকল্প অথাৎ ঢাকার আশে-পাশে বেশ কয়েকটি উপ শহর গড়ে তোলার জন্য সরকার যে পরিকল্পনা নিয়েছে, সাহারা গ্রুপ মূলত সেসব প্রকল্পে অংশগ্রহণে আগ্রহী। বাংলাদেশে কোন বৈদাশিক বিনিয়োগ নিঃসন্দেহে চমৎকার ব্যাপার। কিন্তু মজার বিষয় হল আবাসন প্রকল্পে বিনিয়োগ কতটা জরুরী।

বাংলাদেশের মত ছোট দেশে অসংখ্য দেশী কোম্পানী আবাসন প্রকল্পে বিনিয়োগ করছে। তাছাড়া দেশের বৃহত্তর স্বার্থে প্রথমে জমির মালিকানার বিষয়টা স্পষ্ট হওয়া দরকার সকলের কাছে কেননা বিদেশী কোন কোম্পানীকে জমির মালিকানা দেওয়া যাবে কিনা! যদি তারা ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করেন সেটা হয়ত সরকার সহ দেশের বিশিষ্টজনেরা চিন্তা করে দেখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই খাতে বিনিয়োগে প্রডাক্টিভ কিছুই নেই আবাসন প্রকল্প তৈরী করে পরবর্তীতে তা বিক্রি করে প্রচুর পরিমানে বৈদাশিক মুদ্রা নিয়ে যাবেন,। অথাৎ এ দেশ থেকে ভাল একটি ব্যবসা আশা করছেন তারা। যদি উৎপাদনশীল বা কোন শিল্প খাতে চলমান ভাবে বিনিয়োগ করতেন তা হলে দেশের লাভ হত।

দেশের মানুষের বৃহৎ কর্মসংস্থানের ব্যবস্থা হত। যদিও তারা বাংলাদেশে আবাসন খাত ছাড়াও পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তবে আমাদেরকে চলমান যে চুক্তি সাক্ষরিত হচ্ছে তাতে দেশ কতটুকু লাভবান এবং ভবিষ্যতের যে দেশের ভূমি নিয়ে কোন সমস্যা হবে কিনা এবং তাদের নির্মানকৃত ভবনগুলো প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা করতে কতটা সক্ষম হবে এবং কোন প্রকার সমস্য হলে কি ক্ষতিপূরন দিবেন সেটা চিন্তা করবেন দেশের সরকার ও বিশিষ্ট জনেরা। দেশের অর্থনীতিতে আসলে কি প্রভাব ফেলবে এসব বিষয়গুলো খুব একটা বুঝিনা বলেই আপনাদের কাছে বিষয়টি জানতে চাচ্ছি আমার এই লেখাটির মাধ্যমে, আশাকরি আপনাদের সুন্দর ও সুচিন্তিত মতামতে অনেক কিছু জানতে পারব। সর্বপরি আমরা আশা করছি মাতৃভুমির সার্বভৌমত্ব সহ সকল প্রকার দেশীয় স্বার্থ সংরক্ষন করতে আবেগ দিয়ে নয় সত্যিকারের ভালবাসা নিয়ে আমাদেশের সরকার, অর্থনীতিবিধ ও জনগন এক মতে পৌছাতে পারবেন।

আমাদের জন্মভূমির ও ১৬ কোটির বেশী বাঙালীর প্রানের বাংলার জন্য শুভ কামনা রইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.