ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস, -আবু মকসুদ রাত বিরাতে দিন দুপুরে হচ্ছে মানুষ গুম ভয় শঙ্কা আতঙ্কে হারিয়ে গেছে ঘুম। হারিয়ে গেছে স্বামী কারো হচ্ছে ছেলে মা-হারা দেশে তবু শান্তি আছে বলছে বেতার সাহারা। সাহারার ভাঙ্গা রেকর্ড আঁটকে যাওয়া পিনে ছাগু ভাদা দেশ নিচ্ছে উল্টো চলার দিনে। আশ্বাসে আর মন ভরেনা কাজ দেখালে বাঁচি জনগণ ক্ষেপে গেলে পিষ্ট হবে মাছি। চুরঞ্জিতের দিন ফুরাবে ঝুলবে আবুল গাছে এই দিন তো দিন নয় আরো দিন আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।