গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়াই জ্বলের গাড়ী । ।
গোল্লা হল তীর্থ স্থান অশেষ উপকারী । ।
গোল্লার সব পথঘাটে ফুল ছড়ানো থাকে,
এই গল্প বলে রাজী করে এসেছি মাকে ।
।
মা বলেছে বাবা আমার ফিরিস তারাতারি,
গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জ্বলের গাড়ি । ।
গোল্লায় এক শহর আছে শহর থেকে দূরে,
দুঃখ পাওয়া মানুষ বাচে চাদের আলোয় পুড়ে । ।
পুড়তে পুড়তে ভাঙ্গে সবাই আমাবশ্যার বাড়ী,
গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জ্বলের গাড়ি । ।
গোল্লায় নেই রাজনীতি কিন্তু রাজা আছে
রাজাদের কাছ ঝুলে থাকা বাদর ঝুলার গাছে । ।
আমিও গিয়ে ঝুলতে থাকব আহাঃ রকমারী
গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জ্বলের গাড়ি ।
।
গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হওয়াই জ্বলের গাড়ী । ।
গোল্লা হল তীর্থ স্থান অশেষ উপকারী । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।