আমাদের কথা খুঁজে নিন

   

ওরা গোল্লায় যাক, আমাদের কার কি আসে যায়!

যে যায় লংকায়, সে হয় রাবন

যারা মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখছেন তাদের এই চরম বিপদের মুহুর্তে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। তাদের নিয়ে ভাবার যেন কেউ নেই! খবরে প্রকাশ-লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে জাহাজ থেকে লাফিয়ে পড়ে সাগরে ডুবে ৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাগরে লাফিয়ে পড়া শ্রমিকদের মধ্যে আরো ১৬ জন নিখোঁজ রয়েছেন। জাহাজ থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ায় আরো ২৯ জনকে ভর্তি করা হয়েছে গ্রিসের একটি স্থানীয় হাসপাতালে। এসব শুনে হা-পিত্যেশ করা ছাড়া যেন আমাদের কিছুই করার নেই! হায়রে আমার দেশ!! আমার দেশের সরকার!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।