এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
প্রথম ম্যাচ উরুগুয়ের লগে ড্র করলো।
আর দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর কাছে দুই শূণ্য গোলে হারলো। আমার ইচ্ছা করতাছে বাংলাদেশে বইসা জুতা ফিক্কা মারি। শালারা এক্কেবারে শেষ। গত বিশ্বকাপে যেই দল ফাইনাল পর্যন্ত গেছে তাদের কাছ থিকা এইটা কেমনে আশা করা যায়। আমি ব্রাজিলের সাপোর্টার ঠিক আছে কিন্তু একসময় ফ্রান্স আর জার্মানীরে সাপোর্ট করতাম।
তাই চাইছিলাম এইবার্ও ফ্রান্স একটু হইলেও ভাল খেলুক। ফাইনাল পর্যন্ত যাইতে না পারে সেমিফাইনাল পর্যন্ত যাক। জার্মানী যদি বালাকরে ছাড়া ৪ গোল দিতে পারে তাইলে তোরা জিদানরে ছাড়া একটা গোলও দিতে পারবিনা কেন? আজকে বুঝলাম, ফ্রান্স আসলেই পুরোপুরি জিদানের উপরে নির্ভরশীল একটা দল। এইবার জিদান নাই। ফ্রান্সের খেলারও অবস্থা কাহিল...!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।