আমাদের কথা খুঁজে নিন

   

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে! কুইক রেন্টাল বাস্তবায়নে ত্রুটি ছিল: সুবিদ আলী

সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প গ্রহণ সময়োপযোগী পদক্ষেপ ছিল। কিন্তু এর বাস্তবায়নে ত্রুটি ছিল। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। সংসদ ভবনে বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সুবিদ আলী বলেন, বর্তমান সরকারের শুরুতে কমিটি কুইক রেন্টালের পক্ষে জোরালো মত দিয়েছিল।

কারণ তখন কুইক রেন্টালের প্রয়োজন ছিল। তবে এখন আর এর প্রয়োজন নেই। সুবিদ আলী বলেন, বর্তমান সরকারের মেয়াদের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার ২৬৭ মেগাওয়াট। গত সাড়ে তিন বছরে যোগ হয়েছে তিন হাজার ৩০০ মেগাওয়াট। এর মধ্যে কুইক রেন্টাল থেকে পাওয়া গেছে এক হাজার ২০০ মেগাওয়াটের মতো।

একই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২৪ লাখ গ্রাহককে নতুন সংযোগ দিয়েছে। ১৫ লাখ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। সুতরাং সে সময়ে কুইক রেন্টালের বিদ্যুৎ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। সুবিদ আলী বলেন, মন্ত্রণালয় নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায়। তারা পুরোনোগুলো রক্ষণাবেক্ষণ করতে চায় না।

কিন্তু কমিটির সুপারিশ হলো পুরোনোগুলো মেরামত করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।