ত টিভিতে দেখলাম যোগাযোগমন্ত্রী হেসে হেসে বলছেন,"যোগাযোগমন্ত্রণালের তো কোনো দোষ নাই !! তিনি আরও বল্লেন, অর্থমন্ত্রণালয়ের নাকি বরাদ্দ পাওয়া যায় না ঠিকমতো" । নৌ পরিবহনমন্ত্রী ও সাবেক শ্রমিকনেতা শাহজাহান খান বল্লেন, বাস চালকদের দোষ নেই। এই লোকটাই কদিন আগে বলেছিলো ড্রাইভারদের পরীক্ষা ছাড়াই লাইসেন্স দিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোঁয়ারের মতো সে বলছিলো ড্রাইভারেরা এক্সপার্ট, সে নাকি তা জানে। তাদের পরীক্ষা করার কিছু নেই !!! অর্থ মন্ত্রণালয়ের জোকার টা বল্লো, অর্থমন্ত্রনালয়ের বরাদ্দ ঠিকমতোই দেয়া হয়। তখন মনে মনে ভাবতে বসলাম, তাহলে ? দোষটা আসলে কার ? অনেকক্ষণ ভেবে মুখে হাসি ফুটলো, মনটা ভালো হয়ে গেলো। যাক, দোষটা তাহলে তারেক মাসুদ আর মিশুক মুনিরেরই। কি দরকার ছিলো মানিকগন্জ যাওয়ার ? কি দরকার ছিলো বিবিসি আর রিয়েল নিউজ ছেড়ে মাটির টানে এই কুকুরের দেশে ফিরে আসার ? এসেছোই যখন তখন এখানে যা করতে হয় তাই করো, যেভাবে চলতে হয় সেভাবেই চলো , যা নিয়তিতে থাকার কথা তাই মেনে নাও ....... নয়তো মরো। তোমরা মরেছো তোমাদের দোষে এখানে কারোই কিছু করার নেই ..... দু:খ পাবারও কিছু নেই ........ বরং আমরা চলুন আমরা জাতীয় শোক দিবস পালন করি অথবা জন্মদিনের কেক কাটি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।