আমাদের কথা খুঁজে নিন

   

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ! আইন-শৃংখলার অবনতির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
নতুন বছরের শুরুতেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আইন-শৃংখলা পরিস্থিতি। বেপরোয়া সন্ত্রাসে নিরাপত্তাহীনতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোনভাবেই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা। খুন, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ সব ক্ষেত্রেই রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন বছরের প্রথম ১৫ দিনে খোদ রাজধানীতেই দুটি জোড়া খুন এবং শিশু ও রাজনৈতিক নেতাসহ ২২ জনকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে সন্ত্রাসীদের হাতে।

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির ওপর ঢাকাতেই ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। পল্লবীতে সরকারি দলের মহিলা এমপির বাসাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক ডাকাতি ও চুরি হয়েছে। কলেজ ছাত্রসহ চারজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া সারাদেশে সন্ত্রাসীরা ৪৭ জনকে হত্যা করেছে। পুলিশ এসব হত্যাকাণ্ডের দু’একটির ক্লু বের করতে পারলেও বেশিরভাগ হত্যাকাণ্ডের রহস্য অজানা রয়ে গেছে।

খুনিদের গ্রেফতারের ক্ষেত্রেও পুলিশের তেমন কোন সফলতা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে অবশেষে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গত ১৪ জানুয়ারী রাজধানীর আগারগাঁয়ের ৮১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল হককে গুলি করে হত্যা করছে সন্ত্রাসীরা। এ ঘটনার এক সপ্তাহ আগে একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল দুবৃত্তরা।

গত দুই সপ্তাহে ঢাকায় ১৮টি হত্যাকাণ্ড হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করে আসছিলেন। তবে আওয়ামী লীগের এ নেতা নিহত হওয়ার পর এই প্রথম আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তিনি স্বীকার করলেন। আওয়ামী লীগ নেতা ফজলুল হক খুনের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।