বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত জুড়ে সরব জনগন। আজ কোলকাতায় এস ইউ সি আই এবং সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষভ মিছিল করে। এছাড়াও দিল্লী, চেন্নাই, মহারাষ্ট্র,কেরালা সর্বত্রই দেশের আম জনতা রাস্তায় নেমে পেট্রোলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে। দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধী দল, ইউ পি এর শরীক দল তৃনমূল, ডি এম কে সবাই মনমোহন সরকারের বিরোধিতা করেছে। এই।
বিষয়ে আজ দিল্লীতে ভারতের অর্থমন্ত্রী প্রনব মুখোপাধ্যায় কে জিড্গাসা করা হলে তিনী বলেন,"পেট্রোলের দাম সরকার বাড়ায়নি এটি তেল কম্পানি গুলির সিদ্ধান্ত"। এইদিকে গতকালই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ইউ পি এর শরীক দল তৃনমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানান,তার দল পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছে এবং এরবিরুদ্ধে তারা রাস্তায় নেমে জনগনের পাসে দাড়াবেন। যদিও তিনী জানান এই মুহুর্তে তারা ইউ পি এর থেকে বেড়িয়ে আসছেন না। বর্তমানে পরিস্থিতি ভয়ানক জটিল হয়ে উঠছে। এরই মধ্যো শোনা যাচ্ছে সরকার রান্নার গ্যাস ও ডিজেলের দামও নাকি বাড়াতে চলেছে।
ভারতের জনগনের সামনে যে কি দুরদিন আসতে চলেছে তা ভগবানই জানে।
বিঃদ্রঃ- নীচে "দ্য হিন্দু" পত্রিকায় প্রকাশিত ভারতের বিভিন্ন শহরে পেট্রোলের বর্ধিত মূল্যের চিত্রটি দেওয়া হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।