আইরিশরা জাতি হিসাবে খুব কৃপন। তারা টাকা বাঁচানোর জন্য বাসে
চড়তো না। এতে বাস কম্পানির প্রচুর লোকসান হতে লাগলো। বাস কম্পানি সবাইকে বাসমুখী করার জন্য বাসভারা অর্ধেক করে দিল। পরদিন থেকে জনগণ সারাদেশে হরতাল শুরু করল।
তো এক সাংবাদিক একজন কে জিজ্ঞাসা করল আপনারা কেন হরতাল করছেন। বাসভাড়া কমলে আপনাদেরই তো ভাল। আইরিশটা উত্তর দিল আগে আমরা এক
স্টপেজ থেকে অন্য স্টপেজে হেঁটে গেলে আমরা হিসাব করতাম আমাদের ১ টাকা লাভ হল। কিন্তু ভারা অর্ধেক কমানোর জন্য আমাদের এখন মাত্র ৫০ পয়সা হিসাব করতে হয়।
চলুন আমরাও হেঁটে চলি কিছু পয়সা বাচাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।