.........
আপনি যদি চান সুইমিং পুলে সাঁতার কেটে বেড়াতে তাহলে প্রচুর এ্যানার্জি জাতীয় পানীয় সংগ্রহে রাখতে হবে। কেননা আপনাকে এক পাড় থেকে আরেক পাড়ে যেতে অনেক শক্তির প্রয়োজন হবে। বলছি বিশ্বের বৃহত্তম সুইমিং পুলের কথা।
এই সুইমিং পুলটি অবস্থিত চিলির আলগ্যারোবো শহরের সান আলফোনসো ডেল মার সৈকতে। পুলটির নাম দ্যা ক্রিস্টাল ল্যাগুন, দৈর্ঘ্যে ৩ হাজার ৩২৩ ফুট।
২০ একর জায়গা জুড়ে অবস্থিত এই সুমিং পুলে রয়েছে ৬ কোটি ৬০ লাখ গ্যালন পানি । এর গভীরতা ১১৫ ফুট।
এই সুইমিং পুলটি তৈরী করতে সময় লেগেছে পাঁচ বছর আর খরচ পড়েছে ১০০ কোটি পাউন্ড আর এর রক্ষণাবেক্ষণে খরচ পড়বে বছরে ২ লক্ষ পাউন্ড। গত মাসে তা জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে আর দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
কৃত্রিম সৈকতের ওপর পুলটি নির্মাণ করা হয়েছে।
সমুদ্র থেকে শোধন করে পানি সরবরাহ করা হয়। তাপমাত্রা নিয়ন্ত্রিতভাবে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়; যা সমুদ্র থেকে ৯ ডিগ্রি সে. বেশি। এটি ২০টি অলিম্পিক সুইমিং পুলের সমান।
সুত্র !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।