টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed পহেলা বৈশাখে ঐ বোমা ফাটার দিনটা ভুলি নাই। এমনিতেই এই ভয়টা আমার আশে পাশে সবার মাঝেই দেখতে পাচ্ছি। কেউ যদি অন্ধ হয় তাকে কিছু বলার নাই, কিন্তু ব্যাপারটা দেখেও যারা না দেখার ভান করছে তারা তো হিপোক্রিট।
প্রতি বছরের মত এবারও আমি পহেলা বৈশাখে চারুকলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে চাই।
গনজাগরনের মন্ঞে রাজনৈতিক নেতারা না দাড়িয়ে যদি শুধু জনগন থাকতো, তাহলে তো কোনও সমস্যা ছিল না। কিন্তু এই মন্ঞ তো এখন নিজেকে সরাসরি জামায়াতে 'ইসলাম' এবং হেফাজতে 'ইসলাম' - এর বিরুদ্ধে অবস্হান নিয়েছে।
স্বাধীন দেশের নাগরিক বলেই বলছি, আমাদের কোনও হেফাজতের দরকার নাই, আল্লাহই হেফাজত করবেন ইনশাল্লাহ। আমাদের কোনো মন্ঞ দরকার নাই, সারা জীবন যেভাবে পহেলা বৈশাখ উদযাপন করে আসছি, সেভাবেই করতে দেন।
বিশ্বাস করেন ভাই, সব বাস ট্রাক রেল বন্ধ থাকার পরও যেভাবে আল্ট্রা গনজাগরন দেখাইল হেফাজত কর্মীরা, তাতে শাহবাগের মন্চ্ঞ কিছু বললে ওদের সংখ্যার কাছে খুব ফেলনা মনে হয়।
জাতির সবচেয়ে রঙিন দিনটা দয়া করে কালোর দিকে ঠেলে দিয়েন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।