আমাদের কথা খুঁজে নিন

   

পিটিসি ভাইয়েরা! সাবধান!!

ওয়েব ডেভেলপাষ্টায় আছি, দোয়া করবেন। (যদি এই পোস্টের মর্ম বুঝতে চান তাহলে দয়াকরে সম্পুর্ন পোস্টটি পড়ুন। void(0); একটু বা অর্ধেক পড়ে চলে গেলে আপনারতো লস হবেই সাথে আমার কষ্টটাও বিফল হবে void(0); ) অনলাইনে আয় করা নিয়ে আর কত প্রতারনার শিকার হবেন void(0); ? পিটিসির পিছনে ঘুরতে ঘুরতে নেটের কত গিগাবাইট শেষ করলেন তার কি হিসাব আছে void(0); ! পিটিসি করে বিনাশ্রমে আয় করতে চান? শুনুন, পিটিসি বাংলাদেশে একটি প্রতারনার নাম। যারা দক্ষ প্রতারক তারাই শুধু এগুলো করে টাকা কামাই করতে পারে void(0); , আর যারা সহজ সরল ভালো মানুষ তারা পিটিসিতে তাদের টাকা শুধু মাইর খায় void(0); ,কামাই করতে পারেনা। এগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

আপনি যদি সত্যিকার অর্থেই অনলাইনে আয় করতে চান তাহলে এই সহজ প্রতারক পন্থাগুলো ছেড়ে ভালো কিছু করুন। কম্পিটারের বিভিন্ন কাজ আছে যেগুলো আপনি শিখে ভাল রকমের আয় করতে পারবেন void(0); । অনলাইনে আউটসর্সিং এর যে বিশাল EARNING MARKET আছে যদি আপনি আজ পর্যন্ত পিটিসি নিয়েই থাকেন তাহলে হয়ত সেটা বুঝবেন না। প্রথমে একটু কষ্ট করে কাজ শিখুন তারপর না হয়া আয় শুরু করুন। এতে আপনিও প্রতারিত হবেন না, এবং অন্যকেও প্রতারিত হওয়া থেকে বিরত রাখবেন।

পিটিসি যে কেমন প্রতারক তা আপনি নিজে বুঝতে চাইলে এখানে দেখুন । ইন্টারনেটে আয় করার ক্ষেত্রে তিনটি জিনিস আপনার ভিতর থাকা জরুরী, (১) ধৈর্য (২) মেধা (৩) শ্রম। এই তিনটা যদি আপনার কাছে না থাকে তাহলে তাহলে পিটিসির পিছনে ঘুরে ঘুরে টাকা খোয়ানো ছাড়া আপনার আর কোন গতি নেই। আউটসর্সিং শেখার বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট রয়েছে। আপনি শিখতে চাইলে এই ওয়েবসাইটগুলো দেখতে পারেন।

learnandearn24.blogspot.com Click This Link makemoneyonline-bd.blogspot.com (এটা আমার প্রথম পোস্ট। সুতরাং কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার এবং গঠনমূলক উপদেশ দেয়ার আবেদন রইল void(0); ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.