বর্তমানে বাংলাদেশে অনলাইনে আয়ের কথা শুনলেই প্রথমে মনে হবে পিটিসি সাইট থেকে আয়ের কথা। পিটিসি শব্দটির পূর্ণরূপ হচ্ছে পে পার ক্লিক। সোজা বাংলায় বিজ্ঞাপনে ক্লিক করে আয় করা। বাংলাদেশে অনেকগুলো পিটিসি সাইট আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি। কিন্তু এসব পিটিসি সাইটে টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করা লাগে।
পুরো বিশ্বজুড়ে যতগুলো পিটিসি সাইট ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোর বেশিরভাগ সাইটে ফ্রী রেজিষ্ট্রেশন করে উপার্জন করা যায়। অনেকে মনে করেন পিটিসি সাইট মানেই ভুয়া, বিজ্ঞাপনে ক্লিক করে আয় করা সম্ভব না। বর্তমানে অনলাইনে প্রতিদিন শত শত নতুন পিটিসি সাইট বের হচ্ছে। সেগুলোর বেশীরভাগই স্ক্যাম বা ভুয়া। যেমন, Tendolarclick, twodolarclick ইত্যাদি স্ক্যাম পিটিসি সাইট ।
স্ক্যাম পিটিসি সাইটের কারনে ভাল পিটিসি সাইটগুলোর সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি প্রায় ২ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক পিটিসি সাইটে কাজ করেছি। সেগুলোর মধ্যে সবচেয়ে ভাল এবং সহজে উপার্জন করা যায় এমন কিছু পিটিসি সাইটের বিবরণ আপনাদের নিকট তুলে ধরছি।
১. Clixsense
ক্লিক্সসেন্স বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পিটিসি সাইটগুলোর একটি। ২০০৭ সালে ক্লিক্সসেন্স পিটিসি সাইট হিসেবে যাত্রা শুরু করে।
২০০৭ সাল থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের প্রায় ৪০,০০,০০০+ গ্রাহক ক্লিক্সসেন্সে বিজ্ঞাপনে ক্লিক করে আয় করছে। এই সাইটে প্রতিদিন ২০-৩০ টা বিজ্ঞাপনে ক্লিক করতে হয়। প্রতি ক্লিকে $0.01-$0.02 সেন্ট করে পাওয়া যায়। ক্লিক্সসেন্স এর সবচেয়ে বড় সুবিধা হল ৮ লেভেল পর্যন্ত রেফারেল ইনকাম। আনলিমিটেড ডিরেক্ট রেফারেল বাড়ানো যায়।
আর প্রত্যেক রেফারেল এর প্রতি ক্লিকে $0.001-$0.004 সেন্ট করে পাওয়া যায়। আপনি কাজ না করলেও আপনার রেফারেল প্রতিদিন ক্লিক করলে আপনার আয় হবে। আট ডলার হলে পেআউট কতে পারবেন। অ্যালার্টপে, পে-পাল, লিবার্টি রিসার্ভের মাধ্যমে ডলার তুলতে পারবেন। এছাড়া ক্লিক্সসেন্সে ডাটা এন্ট্রির মত ছোট ছোট কাজ করে প্রতিদিন $0.10-$5 ডলার পাওয়া যায়।
এগুলো “Task” অপশনে ক্লিক করলে পাওয়া যাবে।
২. Neobux
নিওবাক্স বর্তমান সময়ের সবচেয়ে অন্যতম জনপ্রিয় পিটিসি সাইটগুলোর একটি। ২০০৮ সালে নিওবাক্স পিটিসি সাইট হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের প্রায় ৩৩,০০,০০০+ গ্রাহক নিওবাক্সে বিজ্ঞাপনে ক্লিক করে আয় করছে। এই সাইটে প্রতিদিন আনলিমিটেড অ্যাড আসে।
প্রতি ক্লিকে $0.015-$0.02 সেন্ট করে পাওয়া যায়। নিওবাক্সে সবচেয়ে বড় সুবিধা হল মাত্র $0.60 সেন্ট হলে ৩টা থেকে ১০০টা করে ৩০ দিনের জন্য রেন্টাল রেফারেল কেনা যায়। এছাড়া আনলিমিটেড ডিরেক্ট রেফারেল বাড়ানো যায়। ২ ডলার হলে পেআউট কতে পারবেন। অ্যালার্টপে, পে-পাল ইত্যাদির মাধ্যমে ডলার তুলতে পারবেন।
৩. PtcBox
পিটিসিবক্স জনপ্রিয় পিটিসি সাইটগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে। ২০০৭ পিটিসিবক্স পিটিসি সাইট হিসেবে যাত্রা শুরু করে। প্রায় ২০,০০,০০০+ গ্রাহক পিটিসিবক্সে কাজ করছে। আসে। প্রতি ক্লিকে $0.05 সেন্ট করে পাওয়া যায়।
প্রতিদিন ৫-১০ টা করে অ্যাড আসে। আনলিমিটেড ডিরেক্ট রেফারেল বাড়ানো যায়। ২ ডলার হলে পেআউট কতে পারবেন। অ্যালার্টপে, পে-পাল ইত্যাদির মাধ্যমে ডলার তুলতে পারবেন।
উপরে বর্ণিত পিটিসি সাইটগুলো অনেক পুরনো ও বিশ্বস্ত পিটিসি সাইট।
এছাড়া নতুন পিটিসি সাইটগুলোর মধ্যে Legit-bux.com , iconbux.com , tmnbux.com ইত্যাদি ভাল পিটিসি সাইট। মূলত এসব পিটিসি সাইটগুলোতে ১৫-২০ মিনিট কাজ করলে এবং ফ্রী ডিরেক্ট রেফারেল বাড়াতে পারলে প্রতিদিন ভাল আয় করা সম্ভব। নতুন পিটিসি সাইটগুলোতে রেজিষ্ট্রেশন করে কাজ করার পূর্বে গুগলে সার্চ দিয়ে সাইটটি স্ক্যাম নাকি লেজিট তা সম্পর্কে নিশ্চত হোন।
পিটিসি সাইটগুলো থেকে আয়ের কিছু পেমেন্ট প্রুফ:
Clixsense এর পেমেন্ট প্রুফ:
Neobux এর পেমেন্ট প্রুফ:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।