আমাদের কথা খুঁজে নিন

   

অহংকার

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। ভোরের রোদে আলোকিত তোমার মুখটি শত গল্পের জন্ম দেয় জন্মায় শত কবি ও কবিতা. লেখনী আমার বন্ধাত্বে ভোগে প্রায়ই তোমার ওই মুখ দৃষ্টি শত মহাকাব্যের প্রেরনা যোগায় ওই শত কবির একজন হয়ে যাই আমি হর হামেশাই বাউন্ডুলে বাতাসে তোমার চুলগুলো দুষ্টুমি করে তুমি অবহেরে আনমনে ওদের শাসন কর আমি শুধু খেয়াল করে যাই চাই ওরা আরো দুষ্টু হোক আর এ প্রেমিক শুধু সৃষ্টিকর্তার সৃষ্টির গুনগান গেয়ে যায় প্রিয়তমা তোমার তরে প্রতিটি দিন আমার প্রতিটি মুহুর্তের পরতে পরতে তোমার ভাঁজ আমি শূন্য ত্যাক্ত কঙ্কাল তুমিই আমার পরিধেয় তুমিই আমার অলংকার তুমিই আমার অহংকার!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।