..............................................
আমার মাথা নত করে দাও হে তোমার
চরনধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুঘূ ঘেরি়য়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে -
তোমারি ইচ্ছা করে হে পূর্ন
আমার জীবনমাঝে ।
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হ্রদয়পদ্মদলে ।
শকল অহংকার হে আমার
ডূবাও চোখের জলে । [উদয়]
:: ———————-$———————-: :
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।