আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কারা কিভাবে রাতারাতি নামী আর দামী হচ্ছে তা জেনে নিন একজন বিশেষজ্ঞের কাছ থেকে!

বিনোদন প্রিয় মন আর চিন্তাশীল মানুষদের জন্যই কেবল এই পোস্ট। নামী-দামী হবার বিভিন্ন পন্হা আছে। এই পন্হাগুলো নিয়ে আমি অনেক গভেষণা করেছি। বিদেশে গিয়ে এ ব্যাপারে আরো দক্ষতা অর্জন করার ইচ্ছা থাকা সত্তেও বিভিন্ন কারনে তা হয়ে উঠেনি (পয়সার অভাবটাই ছিল আসল - সবাইকে এমনিতে অন্য কারনই দেখাই!)। এই বিষয়ে আমাকে একজন বিশেষজ্ঞ বলতে পারেন।

যদিও পরামর্শের জন্য সাধারণত কিছুটা মাল-পানি চাই - সামুতে এটা বিলি করছি একেবারে ফ্রি - সম্পূর্ন বিনামূল্যে! নামী-দামী হবার তিনটা বিশেষ রাস্তার রহস্য আপনাদের সামনে রাখছি খুব সংক্ষেপে। হ্যা, আমার পথ ধরে যদি কেউ বড় নামী বা দামী হয়ে যান তবে তাকে অবশ্যই আমার ফান্ডে ২৭.৫% ভাল-মানষাতী (ফি) দিতে হবে। প্রথম রাস্তা নামী-দামী হওয়ার জন্য প্রয়োজন অনেক কষ্টের আর সাধনার। নামী-দামী হওয়া তেমন সহজ নয় - এর জন্য দিতে হয় অনেক সময় আর পরিশ্রম! আপনাকে খাটতে হবে অনেক! জেনে বুঝে আবেগ নিয়ে গন্তব্যের দিকে অগ্রসর হতে হবে দঢ়তার সাথে। আসলে এরাই সবচেয়ে সার্থক নামী-দামী ব্যাক্তি।

উদাহরণ স্বরুপ, নেলসন ম্যানডেলা বা আন-সান সুচি নাম বলা যেতে পারে। এদের মত আরো অনেক আছেন যারা প্রথম রাস্তার জীবন্ত দৃষ্টান্ত। দ্বিতীয় রাস্তা নামী-দামী হবার দ্বিতীয় রাস্তায় আপনাকে হতে হবে 'অনন্য' বা 'অনুপম'। আপনার মেধা, দক্ষতা, সৃজনশীলতা কোন কিছুই আর করো কাছে পাওয়া যাবেনা। আপনার কাজ সবাইকে উৎসাহিত করবে।

আপনি ব্যাতিক্রমধর্মী শিল্প উপহার দেবেন - দেশ, জাতি ও বিশ্বকে। এই ফিল্ডের মানুষেরা সাধারণত কোন আদর্শকে সম্ভল করে কাজে লেগে থাকেন। তারা অনেক সময় জেল-জুলুমের শিকার হোন - আর এটাই তাদেরকে দেয় নাম আর দাম! যেমন জনৈক পত্রকার সম্পাদক, কোন দলের মহান নেতা - জীবিত বা মৃত। তৃথীয় রাস্তা এই রাস্তায় নামী-দামী হওয়ার জন্য আপনাকে 'সুযোগের সন্ধানে' অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আপনার কোন কাজে প্রয়োজন নাই, মেধার কোন প্রশ্নই উঠেনা।

সাধনা করার বা আবেগ থাকার উপর মোটিই নির্ভর করবেনা আপনার সাফল্য! আপনার ঠিক সময়ে, ঠিক জায়গায় থেকে 'সুযোগের' পূর্ন ব্যাবহার কতটুকু করেছেন তার উপরেই সফলতা। এই ধরনের নামী-দামীদের সংখ্যা বর্তমান বাংলাদেশে খুবই বেশী। যে কোন মঞ্চ, জাগরন বাগ বা মার্চের দিকে তাকালেই আপনার চুক্ষু বলে দেবে কারা রাতারাতি নামী বা দামী হতে চান!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.