আমাদের কথা খুঁজে নিন

   

ইউল্যাব এর ইভটিজিং ঘটনার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভটিজিং.। এরপর ?????

সকাল সকাল ফেসবুক ঢুকে এমন এক্টা জিনিস চোখে পরলো যা আশা করি নাই। গত কয়েকদিন আগে ইউল্যাব এর ছাত্র(!)দের ইভটিজিং এর ঘটনায় যখন ব্লগ গুলো সরগরম,ঠিক তখনি দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় একই কায়দায় ইভটিজিং এর শিকার হলেন আরো একজন। সূত্র : ফেসবুক গ্রুপ Behind the Scenery of Media Society চিনে রাখুন একে......। ট্যাগ করে সবাইকে জানিয়ে দিন। কিছুদিন আগে সাময়্যারইন ব্লগ এ ইউল্যাব এর সামনে একটি ন্যাক্কারজনক ইভটিজিং এর সম্পর্কে এক ভাইয়ের ব্লগটি পরেছিলাম।

অই ঘটনাটা শোনার পর খুব খারাপ লেগেছিলো , খুব খারাপ লেগেছিলো অই আপুর জন্য । ঠিক এই রকম ঘটনা ঘটল আজ বাংলাদেশের একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসির সামনে। আজ রাত ৮ঃ৩০ এর সময় হবে তখন, আমরা কয়েকজন টিএসসি থেকে আড্ডা দিয়ে সবাই যার যার বাসায় যাওয়ার জন্য উঠে রিক্সা ঠিক করছিলাম। আমাদের সাথে... আমাদের এক আপুকে এক ভাই রিকসা ঠিক করে দেওয়ার জন্য এগিয়ে দিতে গিয়েছিলেন। আমরা তখনও কেউ রিকসা পাইনি।

হটাত দেখলাম অই ভাই কার সাথে যেন বাকবিতণ্ডা করছেন । আমরা সবাই সামনে যাওয়ার পর যেইটা শুনলাম তা হল, অই ছেলেটা আমাদের অই আপুর গায়ে হটাত করে হাত দেয়, এবং এই ঘটনা সাথে সাথে আমাদের অই ভাইকে জানানো হলে তিনি এর প্রতিবাধ জানাতে গেলে অই ছেলে তাকে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র এবং এটা তাদের এরিয়া বলে তাকে হুমকি দেয় এবং এটা নিয়া বাড়াবাড়ি করলে এলাকা ছাড়া করবে বলে অই ভাইকে শাসাতে থাকে। তখন আমরা সাথে সাথে এই ঘটনার ব্যাপারে প্রতিবাদ করলে সে কয়েকজনকে ফোন করে ডেকে নিয়ে আসে। তখন তাড়াও আমাদের উপর চড়াও হয়ে মারমুখী অবস্থার সৃষ্টি করে। ওরা প্রায় ১০-১২ জন হবে।

এক পর্যায়ে আমরা অসহায় হয়ে অই আপুর কথা চিন্তা করে আমরা সেখান থেকে চলে আসি। আসার সময় খুব কষ্ট লাগছিলো আমরা কিছু করতে পারলাম না বলে। অই আপুর কান্না দেখলে আমার এখনোও কষ্ট লাগে। আমি অই আপুর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো । আমরা সবাই কাপুরুষ এর মত সেইখান থেকে চলে আসলাম ।

আর কতদিন আমাদের এসব ঘটনা সহ্য করতে হবে । আমার তেমন ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে কিছু করার। জানি না আমি আজকে ঘুমাতে পারবো কিনা। ইভটিজিং এর এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাবো ?? । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.