নোটিশবোর্ড আমরা অত্যন্ত আনন্দ আর গর্বের সাথে জানাচ্ছি যে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৯ হাজার ৩৫ ফুট উঁচু) জয় করেছেন। সমগ্র জাতির জন্য এ এক বিরাট অর্জন এবং বাংলাদেশের পর্বতারোহনের ইতিহাসে একটি মাইলফলক। নিশাত মজুমদার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য এবং বর্তমানে ঢাকা ওয়াসায় কর্মরত। একই সাথে আরেক বাংলাদেশি এভারেস্ট জয়ী এম এ মুহিতকেও অভিনন্দন যিনি নিশাত মজুমদারের এই এভারেস্ট জয়ের সঙ্গী ছিলেন এবং এই নিয়ে এটা তাঁর দ্বিতীয় এভারেস্ট জয়! এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার আর এম এ মুহিতকে "বাঁধ ভাঙার আওয়াজ" এর সকল ব্লগার ও ব্লগ টিমের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের পর্বতারোহীদের এই সাফল্যযাত্রা অব্যাহত থাকুক। হিমালয় শৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরও অনেকবার বাংলাদেশের পতাকা উড়ুক। আরও অনেক বাংলাদেশী পর্বতারোহীর পদচিহ্ন পড়ুক এই শুভকামনা রইলো। ছবি সূত্র: দ্যা ডেইলি স্টার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।