ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
বিশ্বকবির কবির সোনারবাঙলা নজরুলের বাংলেদেশ
জীবনান্দ্দের রূপসী বাঙলা রূপের যে তার নেই কো শেষ
বাংলাদেশ বাংলাদেশ .....................
.ছয় ঋতুর দেশ এই দেশে ঋতু বৈচিত্রের সাথে এ দেশের মানুষ গুলো ও বৈচিত্র ময় কান্না হাসির দোলে দুলছে দোলাচ্ছে ................
হ্যা তাই আমার দেশ আমার অহংকার দেশের কষ্ট আমার কষ্ট ১৬ কোটি মানুষের কষ্ট।
কাল স্বাসরুদ্ধ ম্যাচে আমাদের জয় টাইগার বাহিনীর জয় আমাদের অসিত্তের জয়.
কাল খেলা দেখব না ভেবে একটা বই নিয়ে বসেছিলাম বিকেল পর্যন্ত দেখিনি
বাংলাদেশের বেটিং দেখতে বসেছিলাম ৮ উইকেট ১৬৯ মন ভেঙ্গে গেল...........
মন এ হচ্ছিল কেন এমন হচ্ছে আবার টিভি বন্ধ করে চুপ করে শুয়ে বাইরে চিত্কার এ
খুলতে বাধ্য হলাম দেখতে শুরু করলাম আবার আমার ঘরে আমরা তিনটি প্রাণী
ছেলেরা দেখছে একেকবার হাত তালি দিচ্ছে ওভার গুনছে রান গুনছে আর আমি বার বার মন এ মন এ বলছি হে খোদা
আমাদের ছেলেরা যেন টিকে থাকে ক্রিজে আর একটা চার লাফিয়ে উঠলো আমাদের ঘর তার সাথে ঢাকা শহর আবার আবার একেকবার মনে হচ্ছে হার্ট এটাক করে ফেলবো!!!!!!!!!!!
এমনি করে যখন জয়ের দ্বার প্রান্তে আমরা ওরা তৈরী হচ্ছে বিজয় মিছিলে যাবে আতঙ্কিত আমি এত রাত এ তার উপর আগে জিতি তো..!!!!!!!!!!!!....
কারণ এমন খেলায় খেলেছিল দক্ষিন আফ্রিকা ইংলেন্ড, ফলাফল দক্ষিন আফ্রিকা হারল ৬ রান এ.........আমাদের ছেলেরা কি পারবে শেষ পর্যন্ত.....৩ রান ৭ বল হার্ট বিট বেড়ে গেল.....চোখ বন্ধ করে দওয়া দরুদ পরছি হটাত চিত্কার ছেলেদের আর বাইরে মিছিল এর
আমরা জিতে গেছি!!!!!!!!!!!!!!!!!! আমাদের কাল এটার খুব প্রয়োজন ছিল মনোবল হারিয়ে ফেলছিলাম আমরা পুরো দেশ বাসী। অনেক কিছু হয়েছে
অনেক কথা বলেছি আমাদের টিম কে বলব...
প্রিয় সাকিব আমরা ১৬ কোটি মানুষ সত্যি তোমাদের ভালবাসি ভালবাসি টাইগার দের আমরা ভেঙ্গে পরেছিলাম ৫৮ রান এর হারে।
এমনটা আমরা চাইনি আর আমরা যে ঘুরে দাঁড়াতে পারি এটাই দেখালো টাইগার দল................
আমাদের বিশ্বের মানুষের কাছে তোমরা তুলে ধরছো তোমাদের আরো সহনশীল হতে হবে বাংলাদেশকে এত দিন ইন্ডিয়া ভাবত
আমরা যে একটি আলাদা জাতি তাই বোঝাতে চাই
সেদিন কমেন্টেটর দের তির্যক মন্তব্য বুকে শেল হয়ে বিঁধেছে ওদের কোনো দোষ নেই ওরা বলবেই আর কালকের জয় এ ঐতিহাসিক জয় যাদের সাথে অনেকেই হেরেছে কেউ করেছে ড্র। ।
আজ মাশরাফি বিন মুর্তজার কিছু কথা দিয়ে শেষ করছি আবার অভিনন্দন আমার টাইগার দল কে
স্নায়ুক্ষয়ী জয়ের পর আসলে অনুভূতি প্রকাশের ভাষা থাকে না। আমি বরাবরই বলে এসেছি, এই বাংলাদেশ দলই আপনাকে সব দেবে। ৫৮ রানে অলআউট হয়ে আপনাকে হতাশায় ডোবাবে। আবার এই দলই ঘুরে দাঁড়িয়ে আনন্দে ভাসাবে।
আগের শুক্রবারের কথা ভাবুন, আর কালকের শুক্রবারের কথা ভাবুন।
দুটিই বিপরীত মেরুতে। সব আবার বদলে গেছে। সব আবার যেন হাসতে শুরু করেছে দেশ। এটাই আসলে ক্রিকেট। ইংল্যান্ড সম্ভবত ভাবতেই পারেনি শফিউল এভাবে ব্যাট চালাবে।
তাই ওকে নিয়ে স্ট্রাউসদের কোনো হোমওয়ার্কও বোধ হয় ছিল না। কে জানত ও এভাবে ইংল্যান্ডকে শেষ করে দেবে শেষবেলায়! এই ইংল্যান্ডের বিপক্ষেও শফিউলের একটা টেস্ট ফিফটি আছে। দুর্দান্ত এই ব্যাটিংয়ের পরও আমি শফিউলকে ওর বোলিংটার প্রতি আরও দৃষ্টি দিতে বলব। দলের জন্য ওর বোলিংই বেশি জরুরি।
আমরা জিততাম, আমি খুবই উচ্ছ্বসিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।