আমাদের কথা খুঁজে নিন

   

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্বাগতিকরা

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি জার্মানীর বায়ার্ন মিউনিখ আর ইংল্যান্ডের চেলসি। ফাইনালের ভেন্যু বায়ার্ন মিউনিখের হোমগ্রাউন্ড জার্মানীর আলিয়ান্জ এরেনা। প্রতিবছর উয়েফা ফাইনালের ভেন্যু পূর্বেই ঠিক করে রাখে। সেক্ষেত্রে ফাইনালের স্বাগতিক দেশের ক্লাব যদি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তাদের মত সৌভাগ্যবান আর কে আছে? একে তো ফাইনাল,তার উপর নিজ দেশের,নিজ ক্লাবের দর্শকদের সামনে। যেমনটা হয়েছে এবার বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এমন নজির কিন্তু খুব একটা বিরল নয়। চলুন,দেখে আসি সেই সৌভাগ্যবান(নাকি দুর্ভাগ্যবান) ক্লাব কারা- 1955–56: চ্যাম্পিয়নস লিগ(তখনকার ইউরোপিয়ান কাপ) এর ১ম আসর। সেবার ভেন্যু ছিল ফ্রান্সের প‌্যারিস। স্বাগতিক ক্লাব স্টাডে ডে রেইমস ৩-৪ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ এর কাছে। 1956–57:এবারও রিয়াল।

নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যু তে তারা ২-০ গোলে হারায় ইটালীর ফিওরেন্টিনা কে। 1964–65: মিলানে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ইন্টার ১-০ গোলে হারায় পর্তুগালের বেনফিকা কে। উল্লাসে মাতে স্বাগতিক দর্শকেরা। 1967–68: এবার ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারায় পর্তুগালের বেনফিকা কে। ফাইনালের ভেন্যু ছিল লন্ডনের ওয়েম্বলি।

নিজ শহরে না খেলতে পারলেও নিজের দেশে খেলা বলে দর্শক সমর্থন পুরোপুরি অনুকূল ছিল ম্যান ইউ এর। 1971–72: রটারডামের ফাইনালে সেবার নেদারল্যান্ডের আয়াক্স ২-০ তে হারায় ইটালীর ইন্টারকে। 1977–78:আবারও লন্ডনের ওয়েম্বলি। ১-০ গোলে লিভারপুল হারায় বেলজিয়ামের ক্লাব ব্রুগে কে। 1983–84:আবারও লিভারপুল।

ইটালির রোমায় স্বাগতিক সমর্থকদের কাঁদিয়ে শিরোপা জেতে তারা টাইব্রেকারে(ফুলটাইম ১-১)। 1985–86:এবারের ভেন্যু স্পেনের সেভিয়া। ০-০ গোলে সমতার পর টাইব্রেকারে রুমানিয়ার স্টুয়া বুখারেস্ট হারায় স্পেনের বার্সেলোনাকে। 1995–96:ইটালির রোমে ইটালিয়ান ক্লাব জুভেন্টাস এবার উল্লাসে মাতে। ১-১ সমতার পর টাইব্রেকারে তারা হারায় আয়াক্সকে।

1996–97: জার্মানীর মিউনিখে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ৩-১ এ হারায় ইটালীর জুভেন্টাসকে। 2010–11:আবারও লন্ডনের ওয়েম্বলি। তবে এবার হতাশ স্বাগতিকরা। ৩-১ গোলে বার্সেলোনা হারায় ম্যান ইউকে। 2011-12:?? কি হয় কিছুই বলা যায় না।

উপরের পরিসংখ্যান দেখলে স্বাগতিক ক্লাবের সম্ভাবনাই বেশি মনে হবে। তবে ফুটবলে যেকোন কিছুই ঘটতে পারে। ১৯ তারিখ আসতে আর মাত্র ২ দিন। তো আর কি,চোখ রাখুন টিভির স্ক্রিনে ...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।