আমাদের কথা খুঁজে নিন

   

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সাম হোয়্যার ইন টাইম

আর মাত্র দুটা খেলা বাকী গ্রুপ স্টেজের । কিন্তু এরই মধ্যে জমে উঠেছে লিগ, কেননা বার্সেলোনা , রিয়াল মাদ্রিদ , লিভারপুল , ইন্টারমিলান ,এসি মিলান , বায়ার্ন মিউনিখ , জুভেন্টাস এর মতো টিম গ্রুপ স্টেজ পার করতে বেশ কিছু সমীকরণের সম্মুখীন হতে হচ্ছে । দেখে নেয়া যাক কার কী অবস্থা - গ্রুপ এ বোর্দে (১০ পয়েন্ট ) : খেলা বাকী জুভেন্টাস ও ম্যাক্কাবীর সাথে । ড্র করলেই উঠে যাবে নক আউট পর্বে । জুভেন্টাস (৮ পয়েন্ট ) : দুটা ম্যাচের মধ্যে একটিতে জিততেই হবে ।

অবশ্য ড্র করলে ও চলবে , সেক্ষেত্রে বায়ার্নের সাথে শেষ ম্যাচটা হতে হবে গোল শূন্য ড্র । বায়ার্ন মিউনিখ ( ৪ পয়েন্ট ) : জুভেন্টাসের উপর নির্ভর করছে ভাগ্য । দুটা ম্যাচেই জিততে হবে তার সাথে জুভেন্টাসকে দুটাতেই হারতে হবে অথবা একটাতে হারতে হবে অপরটাতে ড্র করতে হবে বায়ার্নকে উঠাতে চাইলে । ম্যাক্কাবী হাইফা ( ০ পয়েন্ট ) : আশা নেই । গ্রুপ বি ম্যানচেস্টার ইউনাইটেড ( ১০ পয়েন্ট ) : রেড ডেভিলরা বীরদর্পে উঠে গেছে ।

ওলফসবার্গ ( ৭ পয়েন্ট ) : খেলা বাকী মস্কো ও ম্যান ইউ এর সাথে । উঠতে খবর হবে । CSKA মস্কো ( ৪ পয়েন্ট ) : আমি এর পক্ষে বাজী ধরতে চাই । বেসিকতাস ( ১ পয়েন্ট ) : আশা নাই । গ্রুপ সি রিয়াল মাদ্রিদ ( ৭ পয়েন্ট ) : খেলা বাকী মার্শেই ও জুরিখের সাথে ।

অন্তত একটা জয় তো চাই । এসি মিলান ( ৭ পয়েন্ট ) : রিয়ালের কন্ডিশন এদের উপর ও প্রযোজ্য । মার্শেই ( ৬ পয়েন্ট ) : অন্তত একটি জয় ঘুরিয়ে দেবে এর ভাগ্য । ফরাসি ক্লাবের উপরই বাজী থাকবে আমার । জুরিখ ( ৩ পয়েন্ট ) : আশা খুবই কম ।

গ্রুপ ডি ইংলিশ পরাশক্তি চেলসি ও পর্তগীজ ক্লাব পোর্তো নকআউট পর্বের টিকিট পেয়ে গেছে । গ্রুপ ই অলিম্পিক লিঁও (১০ পয়েন্ট): একটি ড্র অথবা জয় দরকার । ফিওরেন্টিনা ( ৯ পয়েন্ট ) : জয় দরকার , আজকে রাতে লিঁও 'র সাথে জেতা আবশ্যক , না হলে লিভারপুলের সাথে প্রায় প্লে অফ খেলতে হবে । লিভারপুল ( ৪ পয়েন্ট) : ফিওরেন্টিনার উপর নির্ভর করছে ভাগ্য । ফিওরেন্টিনা আজকে রাতে যদি ড্র করে তাহলে ৩-০ গোলে জিততে হবে তাদের সাথে শেষ ম্যাচে ।

অবশ্য ফিওরেন্টিনা হারলে শুধু ২টা ম্যাচ জিতলেই হবে । কিন্তু ফিওরেন্টনা জিতলে আজকেই বিদায় নিতে হবে । ডেবেরকান (০ পয়েন্ট ) : বাদ । গ্রুপ এফ ইন্টারমিলান ( ৬ পয়েন্ট ) : আজকে রাতে খেলা বার্সার সাথে । আসলে আজ রাতের পরই বোঝা যাবে কি ঘটবে এই গ্রুপের মধ্যে , তবে প্রত্যেকের জয় আবশ্যক ।

রুবিনকাজান ( ৫ পয়েন্ট ) : আজকের রাতে ডায়নামোর সাথে ড্র করে মিলান ও বার্সার পথ সুগম করে দিল । বার্সেলোনা ( ৫ পয়েন্ট ) : খুবই করুণ অবস্থায় রয়েছে পেপ গার্দিওলার দল। আজকে রাতে মিলানের সাথে খেলা ও শেষ ম্যাচ তুলনামূলক সোজা ডায়নামোর সাথে । তবে নিজেদের মাঠে কেমন করবে তার উপর অনেকটাই নির্ভর করবে ও বলে দেবে আজ ভবিষ্যতের সমীকরণ। ডায়নামো ( ৪ পয়েন্ট ) : সম্ভাবনা উড়িয়ে ও দেয়া যায় না ।

গ্রুপ জি সেভিলা ( ১০ পয়েন্ট ) : নির্দ্বিধায় উঠে গেছে স্প্যানিশ এই টিম । ইউনিরিয়া উর্জিসেনি ( ৫ পয়েন্ট ) ও স্টুটগার্ট ( ৩ পয়েন্ট ) এর মধ্যে আমার বিশ্বাস স্টুটগার্ট ই যাবে । রেন্জার্সদের সম্ভাবনা নেই বললেই চলে গ্রুপ এইচ আর্সেনাল ( ১০ পয়েন্ট ) : গানার্সরা চলে গিয়েছেই ধরা যায় । অলিম্পিয়োকাস ( ৬ পয়েন্ট ) , স্টান্ডার্ড ( ৪ পয়েন্ট ) এর মধ্যা অলিম্পিয়োকাস যাবে বলে মনে হচ্ছে । আর আধা ঘন্টা পরেই শুরু হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলানের ম্যাচটা (টেন স্পোর্টস ), আশা করি কেউ মিস করবো না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।