“Forget injuries, never forget kindness.” - Confucius একটা মাজাদার ডাটা টেবিল পেলাম একটা ওয়েবসাইটে। এটা মূলত ১৯৭৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আমেরিকাতে জন্মানো শিশুদের জন্ম তারিখের উপর ভিত্তি করে তৈরি করা। বছরের প্রতিটা তারিখে কতজন শিশু জন্ম গ্রহণ করেছে তাঁর উপর ভিত্তি করে একটা রাঙ্কিং তৈরি করা হয়েছে। একটা দারুন ট্রেন্ড লক্ষ করা গেছে এখানে। দেখা গেছে শীতকালের হলি’ডে মৌসুমেই মানব-মানবী’রা সন্তান গ্রহণের জন্য মিলিত হতে বেশী পছন্দ করেন, যার ফলে আগস্ট আর সেপ্টেম্বরের দিকেই বেশীর ভাগ শিশুর জন্ম হয়েছে!!! ১৬ই সেপ্টেম্বর সবচে কমন (common) আর ২৯শে ফেব্রুয়ারী সবচে বিরল বা আনকমন (uncommon) জন্মতারিখ !! এই হিট ম্যাপে (heat map) উল্লেখিত গাড় রং মানে বেশী শিশুর জন্ম হয়েছে আর হালকা মানে কম শিশুর জন্ম হয়েছে। বাকীটা আপনিই বুঝে নিন আর দেখে নিন আপনার জন্মতারিখটা কতটা কমন বা আনকমন!!!!!! (আমারটা সবচে কমনের খুব কাছাকাছি )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।