যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... কিছুদিন আগে 'নাস্তিকদের' উদ্দেশ্যে একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আমার অবস্থা তেমন শক্ত ছিল না। শুধু মাত্র অনুমান এবং সোস্যাল কিছু তত্ত্বের উপর ভিত্তি করে সহজ ভাষায় লেখা ছিল। লেখাটা চলে নাই।
কিন্তু অনেক ভাল একটা লেখা ছিল। এবার বিজ্ঞানের লেটেস্ট তত্ত্বের উপর লেখা।
আচ্ছা ব্লগে যে সকল তথা কথিত ‘নাস্তিক’ রয়েছেন তারা আসলে কি বলতে চান? ধর্মের কোন অস্তিত্ব নেই। সব কিছুই বাড়াবাড়ি। তাহলে সত্য কি? সত্য না জেনে আপনারা কিভাবে একটা বিষয়কে মিথ্যা বলে চালিয়ে যেতে চাইছেন? আমি কোন ধর্মের পক্ষ নিয়ে বলব না।
কিন্তু একটা বিষয় আমার মাথায় সব সময় ঘুর পাক খেত যে যদি ধর্মের সব কিছুই মিথ্যাই হবে তবে কিভাবে এমন একটা বিষয় হাজার হাজার বছর ধরে চর্চিত হয়ে আসছে। দেয়ার মাস্ট বি সাম থিং। আপনারা যারা ‘নাস্তিক’ রয়েছেন তাদের জানাজানি দেখে আমি খুব বেশি হতাশ। আমার মত প্রশ্ন যদি আপনাদের মনে না এসে থাকে তাহলে আমি বলব নাস্তিকতা হচ্ছে আপনাদের ফ্যাশন। যখন আপনারা দেখছেন সমাজের কিছু মানুষ ধর্ম নামের এই বাঁধাটাকে ডিঙ্গাতে ভয় পায় এবং ডিঙ্গালে কিছু হয় না বরং অন্যের চোখে সাহসী কিংবা অন্য রকম কিছুতে পরিণত হওয়া যায় তখন সকলের এটেনশনের জন্য আপনারা তাই করছেন।
নেট ঘাটতে ঘাটতে history.com এই ওয়েবের Ancient Aliens এর কিছু ভিডিও দেখে তো আমার চোখ ছানাবড়া হওয়ার জোগার। কোথায় আছেন আমাদের মহান নাস্তিক গন। আমার মনে হয়েছে নাস্তিকরা যেভাবে আস্তিকদের ব্যাকডেটেড দেখাতে চান, ব্যাকডেটেড আসলে তারা ব্যাকডেটেড নাস্তিক রা। তারা হল আপডেটেড ব্যাকডেটেড।
history.com কোন ধর্মের কোন কথাকেই ফেলে না দিয়ে তারা আমার চিন্তাটাই হয়তোবা করেছেন।
Who were they?
Why did they come?
What did they live behind?
Where did they go?
Will they return?
এই প্রশ্ন গুলো করে তারা একভাবে ধর্মের বিভিন্ন বিষয়ের সাথে এলিয়েনদের রিলেট করতে চাচ্ছেন। এলিয়েন হোউক আর ফেরেসতা হোউক আর গড হউক তারা কিন্তু রিলেট করে দেখচ্ছেন। এবং তারা ধর্ম এবং তার সত্যতা স্বীকার করে নিচ্ছেন অবশ্যই বিজ্ঞানের উপর ভিত্তি করে। আমাদের তথাকথিত নাস্তিকদের মত অনুমান কিংবা বিখ্যাত হবার আকাঙ্ক্ষা থেকে নয়।
তারা একভাবে দেখাতে চাইছেন অবশ্যই পৃথিবীতে এলিয়েনদের আবির্ভাব ঘটেছিল যেটাকে কেউ বলছে ফেরেসতা, কেউ অবতার, কেউ ভগবান।
তারা আমাদের পৃথিবীকে শেপ দিতে সাহাজ্য করেছে। যথেষ্ট প্রমান তারা হাজির করছে। এখানে তাদের সাথে আমার পার্থক্য হল তারা একটা এলিয়েন থিওরী দ্বার করানোর আশায় আর আমি নিয়েছি এই লেখার জন্য তাদের ধর্মের জায়গাটুকু।
খুব সংক্ষিপ্ত আকারে লিখলাম, কারন পড়ার চেয়ে ভিডিও গুলো দেখলে আমার মনে হয় বিষয় ক্লিয়ার হবে। তখন আলোচনা চলতে পারে।
আর নাস্তিক ভাইদের বলছি যদি পারেন মাথা খাটান। গবেটের মত চিন্তা না করা থেকে বিরত থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।