আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত তদন্ত কমিটি কোনো ‘দোষ’ খুঁজে না পাওয়ায় ‘যাত্রাবিরতি’ কাটিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আবারো রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি তা নেবেন। বুধবার সকালে রাজধানীর ঝিগাতলায় নিজের বাসার আঙিনায় এক সংবাদ সম্মেলনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, “আমি নির্দোষ।
নিরপক্ষে ও সুষ্ঠু তদন্তে তা স্পষ্ট হয়েছে। এক মাস এক দিন পর এখন আমি আবার রাজনীতিতে ফিরে যাব, জনসেবায় ফিরে যাব। ”
রেলমন্ত্রীর দায়িত্বে আবার ফিরে যাবেন কি-না এমন প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, “মন্ত্রিত্ব দেওয়ার এখতিয়ার তো সরকারের। প্রধানমন্ত্রী যদি আবার এ দায়িত্ব দেন; অতীতে যেমন পিছপা হইনি, এখনো পিছ পা হবো না। ”
ব্রিফিং শেষ করে বেলা ১১ টার দিকে পতাকাবাহী গাড়িতে করে সিলেটে নিজের নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
গত ৯ এপ্রিল মধ্যরাতে পিলখানায় সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যাওয়ার পর এটি ছিল সাবেক রেলমন্ত্রীর তৃতীয় সংবাদ সম্মেলন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।