আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান : সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা : ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদী রাজনীতি পরাজিত হবে : মাহমুদুর রহমান

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও তার কার্যালয় ঘেরাও করবেন সাংবাদিকরা। এর আগে সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নে ৫ জুন সংসদের স্পিকার বরাবরে স্মারকলিপি দেবেন তারা। এসব কর্মসূচি পালনের আগে আগামী ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত পত্রিকা, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সব সংবাদ মাধ্যমে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সরকারের প্রতি দাবি-দাওয়া বিষয়ে আলোচনায় বসবেন সাংবাদিক নেতারা।মঙ্গলবার দুপুরে একই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে পরবর্তী এই কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবাহন চৌধুরী। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এ কর্মসূচি শুরু হয়। অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে আগামী ২৭ মে তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেন ইকবাল সোবহান চৌধুরী।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.