অবশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি মুখ খুলেছেন তার পদত্যাগ নাটকের অবসান ঘটাতে এমন বাহারি সংবাদের আয়োজন ছিল সাড়াদিন। মিডিয়া জুড়ে সংবাদ প্রেমিদের নানান ব্যাখ্যা বিশ্লেষণও ছিল বাহারি। কিন্তু খুব কম লোক ভেবে দেখেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রির মিথ্যাচারের গল্পটি। পদত্যাগ করে এই প্রতিমন্ত্রি ৩/৪ দিন বোবা ছিলেন। তারপর আচমকা অফিস করে বলেছিলেন তিনি পদত্যাগ করেননি। এখন আবার বললেন তখনই পদত্যাগ করেছিলেন কিন্তু প্রধান মন্ত্রির অনুরোধে তিনি বিষয়টি চেপে যান। পদত্য়াগ না করা এবং অফিস করা পরবর্তীতে নিজের জিনিস আনতে যাওয়ার জন্য অফিসে যাওয়ার অজুহাত দাড় করানো সব কিছু একই চক্রে বিশেষ করে মিথ্যাচারে ঘিরে রাখা কিনা তাই ভেবে দেখা দরকার। প্রিয় পাঠক, ইতিপূর্বে যারা বাদল ভাইয়ের ব্লগে ব্লগ পড়েছিলেন তারা অথবা যারা পড়েননি তারা এখন পড়ে নিতে পারেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রির নানান কাহিনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।