আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্র

ওলি

ক্রসফায়ারের পর এখন নিখোজ হওয়ার ঘটনা ঘটছ। যুবলীগের লিয়াকতের পর এখন বিএনপি'র চৌধুরী শাহ আলম নিখোজ । রেব পরচিয় দি য়ে না-কি তারা চৌধুরী শাহ আলমকে উঠি য়ে নি য়ে গে ছে । রেব আবার অস্বীকার কর ছে । তবে, চৌধুরী শাহ আলমকে পাওয়া যায়নি এখনো ।

তিনি লাপাতা গঞ্জ এ চলে গেছেন মনে হচ্ছ । তার কোন পাত্তা পাওয়া যাচ্ছ না । জাতসিংঘে র মানবাধকিার কমি টির কাছে প্রতিবেদন (Universal Periodic Review) জমা দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রি ওয়াদা করেছিলেন ক্রসফায়ার বন্ধের । সেই ওয়াদার কি হয়েছে তা পাঠকমাত্রই জানেন । এবার বিলাতের নামকরা পত্রিকা গার্ডিয়ানে (Click This Link) বাংলাদেশ পুলিশের লাঠিপেটা নিয়ে প্রতিবেদন বেরিয়েছে ।

ছবি বেরিয়েছে কিশোরের দিকে বিরাটাকায় পুলিশ সদস্যের লাঠি হাতে তেড়ে যাওয়ার । কিশোরদের প্রতি পুলিশী বর্বরতা আন্র্তজাতিক সমাজের কাছে বাংলাদেশের ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করবে । টেক্সটাইল শিল্পে শিশু শ্রমিক নিয়োগ নিয়ে বাংলাদেশ থেকে পোশাক অর্ডার করা বিলাতি কোম্পানিগুলো সেদেশের শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর কাছ থেকে এমনিতেই চাপের মুখে রয়েছে । টেকসটাইল শিল্পে শ্রমিক অসন্তোষের জের ধরে শিশুদের উপর পুলিশের চড়াও হওয়ার যে সচিত্র প্রতিবেদন গার্ডিয়ানে বেরিয়েছে তা পোষাকশিল্পের ভবিষ্যত বাজারের উপর নিগেটিভ প্রভাব ফেলতে পারে । শিশু অধিকারের প্রতি বাংলাদেশের কমিটমেন্টের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দুইবার সিআরসি (CRC) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে ।

পৃথিবীর যে কয়টি দেশ আন্তজাতিক শিশু অধিকার সনদ (Convention on the Rights of the Child) (CRC) অনুসমর্থন করে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম । পরবর্তীতে বাংলাদেশ শিশু অধিকার সনদে অনুস্বাক্ষর করে । শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ নিজের দেশ এবং আন্র্তজাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ । বাংলাদেশের পুলিশ লাঠিচার্জে সিদ্ধহস্ত । কি পুরূষ, কি মহিলা এমনকি শিশুরা পর্যন্ত পুলিশের লাঠির বাড়ি থেকে নিরাপদ নন ।

লাঠির বাড়ি কিংবা পুলিশী ধাওয়া না খেয়ে সারা জীবন বাংলাদেশে পার করে দিয়েছেন, এরকম বাংলাদেশে খুজে পাওয়া যাবে বলে মনে হয়না । পুলিশের লাঠির বাড়ি খেতে হলে যে আপনাকে বিরোধী দলীয় নেতা-কর্মী হতে হবে এমন কোন কথা নেই । পুলিশের এমনকি অতীতে সিভিল সোসাইটা তথা সুশীল সমাজের সমাবেশেও লাঠিচার্জের রেকর্ড আছে । নির্বিবাদি গোবেচারারা পথচারিরা ও পুলিশের লাঠিচার্জের শিকার হন সময়ে অসময়ে । আর হরতাল হলে তো কথাই নেই ।

পথচারিদের তো সমুহ বিপদ । পিকেটারতা তো ঘটনা ঘটিয়ে প্রায় সময়ই পালিয়ে যায় । লাঠিপেটা খেতে হয় বেচারা পথচারীদেরই । এমনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি হরতালের দিনে সংঘঠিত ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে । তারা হরতালের সময় আইন শৃংখলা রক্ষাবাহিনীর নারী নির্যাতনের ঘটনার ও প্রমাণ পেয়েছে ।

এআই একজন নারী যিনি ভয়ে বাথরূমে আত্মগোপন গোপন করেছিলেন তাকে বাথরুম থেকে বের করে প্রহারের অভিযোগ করেছেন । এআই এমন সময় বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার তদন্ত দাবী করেছে, যে সময় বাংলাদেশ আন্র্তজাতিক সিডও কমিটির সদস্য নির্বাচিত হয়েছে সর্বোচ্চ ভোট পেয়ে । নারীর প্রতি বৈষম্য বিলোপ কনভেনশন যা সংক্ষেপে সিডও নামে পরিচিত তা নারীর মানবাধিকারের সর্বোচ্চ দলিল । বাংলাদেশের প্রার্থী ইসমত জাহান কমিটির ইতিহাসের সর্বোচ্চ ভোট পান । তিনি ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত উপরোক্ত পদে দায়িত্ব পালন করবেন ।

"আইনে র চো খে সকলেই সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারি"-বাংলাদেশের সংবিধানে ২৭ অনুচ্ছেদে লেখা এই বিধানটি তুলে দিলেই হয় । কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, সাংসদেরা সম্মানিত ব্যক্তি, জনপ্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে হুট করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ঘটনির সুত্রপাত সার্জেন্ট শরিফুল ইসলাম যখন এমপির বিরূদ্ধে মানলা করেন তাকে মারধরের অভিযোগে । ঘটনা সম্পর্কে মামলার বাদি সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, ‘স্যার আমার শার্টের কলার চেপে ধরে আমাকে চড়-থাপ্পর মারতে থাকেন।

এ সময় তাকে আমি আমার পরিচয় দিয়ে বলি- স্যার আপনি আওয়ামী লীগের এমপি আর আমার বাড়ি গোপালগঞ্জ'। এক ধন্যবাদ এমপিকে আর দুই ধন্যবাদ স্বরাষ্ট্রকে । এখন স্বরাষ্ট্র সংবিধান সংশোধন করার বিল সংসদে আনবে কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.