স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তার ছেলে, ভাই, সাঁথিয়া থানার ওসিসহ ১২ জনের নাম উল্লেখ করে পাবনা আমলি আদালত-৩ এ অবৈধ দখল ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আমলি আদালত-৩ এর বিচারক কামরুল হাসান খান মামলাটি তদন্তের জন্য সাঁথিয়া উপজেলা সমাজসেবা অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। মামলাটি দায়ের করেছেন বেড়া উপজেলার বৃশালিকা গ্রামের মৃত ডা. আফসার আলীর ছেলে রব সরকার ওরফে রাউজ।
বাদীর আইনজীবী রাজিউল্লাহ রঞ্জু সরদার জানান, বাদীর চাচা অধ্যাপক আবু সাইয়িদের সাঁথিয়ায় ক্রয়কৃত নিজস্ব বাড়ি আসামিরা ৭ ডিসেম্বর ভাঙচুর লুটপাট ও দখল করে। আসামিরা হলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ছেলে রঞ্জন, ভাই বেড়া পৌর মেয়র আবদুল বাতেন, সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান, শফিকুল ইসলাম, আবদুল হালিম, শফি, রুবেল, ময়ছার, বরকত, বিলু ও রবিউল আলম হিরু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।