আমাদের কথা খুঁজে নিন

   

কালেমার বিবরন

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তা"আলা যখন শেষ ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, তখন হিসেবে, সে এত পাপ করেছে যে, তাতে হাজার হাজার দপ্তর হয়ে গেছে। সে ভয়ে অস্হির হয়ে কেবল কাঁদতে থাকবে। তখন আল্লাহ হুকুম দিবেন দেখ, তার কোন নেকী আছে কিনা। তখন দেখা যাবে,তার কেবল কালেমার প্রতি বিশ্বাসের আমলটুকুই আছে; এ ছাড়া নেকী বলতে তার আর কিছুই নেই।

আল্লাহর হুকুমে তখন মীযানে একদিকে কালেমা এবং অন্য-দিকে তার বদীর হাজার হাজার দপ্তর তুলে দেয়া হবে। দেখা যাবে, কালেমার পাল্লা ভারি হয়ে গেছে। তখন আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দেবেন। এখানে মনে রাখা দরকার, কালেমার প্রতি যার বিশ্বাস থাকবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিবেন। কিন্তু একথার অর্থ এই নয় যে, তার গোনাহখাতা আপনা আপনিই মাফ হয়ে যাবে।

বরং এর অর্থ, গোনাহ মাফ করবার যত পন্হা আছে তা অবলম্বন করার পরও যদি কারো গোনাহ থেকে যায়, তাহলে তাকে জাহান্নামে অবশ্যই শাস্তি পেতে হবে এবং নির্দিষ্ট মেয়াদের পরে মুক্তি পেয়ে সে জান্নাতে যাবে। এই মুক্তি লাভ ও অনির্দিষ্ট অনন্তকাল ধরে জান্নাতে সুখ শান্তি লাভ করার ভাগ্য কালেমার কারনেই ঘটবে। হযরত (সাঃ) বলেনঃ অর্থঃ একবার যে বলবে আল্লাহ ছাড়া কোন মা”বুদ নেই, সে জান্নাতে যাবে। " ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।