বড়ই অদ্ভুত এ ছুটে চলা এমাথা ওমাথা,অস্তিত্বের খোঁজে নীড়হারা পাখির মতই সব যেন আমি ঘুমাইনা,ক্লান্তি আমায় ঘুম পাড়া্য় আজকের রাতটা আরো বেশী ম্যাড়ম্যাড়ে মশাদের ডানা ঝাপটানো আর বিরক্তি বুকের চাপা ব্যাথা মনে করিয়ে দেয় সময় আর বেশী নেই,এবার যে থামতে হয়। আমি তো চলতে চাই,ছুটতে চাই রেসের ঘোড়ার মতো বাজিতে জিতি আর নাইবা জিতি মুখ থুবরে পড়বো না আমাকে নিয়ে কাউকে হাসতে দেবো না দেবনা টিপ্পনি কাটার অধিকার, আমি জানি আমি কি শুধুই তোমার জন্য আমি স্বপ্নকে চিবিয়ে খেয়েছি ঢেকুড় তুলেছি স্বস্তির, কে কি বলে তাতে আমার কিছু যায় আসেনা। একটা পান খেতে ইচ্ছা করছে মিষ্টি জর্দার অনেক দূরে শব্দ করে পিক ফেলবো সাদা দেয়াল আমি নোংরা করবো যেমনটা করেছি আমার বেঁচে থাকাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।