আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটির দুঃস্বপ্ন

যুদ্ধাপরাধীদের বিচার চাই আজ বিকেলে সেই ছেলেটি মুখ থুবড়ে পড়লো নিজের ছায়ায় কি চেয়েছিল আর কি পায়নি এই নিকেশের অবসান আজ চাই- চাই।। ছেলেটির স্বপ্ন হলো দুঃস্বপ্ন শিল্পী হবার আশায় ঘর ছেড়েছিল অথচ ঘরই তাকে আষ্টেপৃষ্টে আকড়ে ধরেছে এমন ঘর কি সে চেয়েছিল?? প্রিয়তমা যাকে একদিন পৃথিবীর সবচেয়ে মায়াবতী মনে হয়েছিল আজ সে মুখ আজ কালসাপের চেয়েও অনেক বিষাক্ত ঐ মুখ আটকে রাখে তাকে এই সংসার নামক জটিলতায়। এতো সে চাই নি !! চেয়েছিলো প্রেম- প্রেম যে বিষময় ফাঁদ আর ব্যর্থ যৌনতার থুবড়ে পড়া বীর্য যদি জানতো সে প্রথম থেকে? কালসাপ শুধু বিষাক্ত ফণা তুলে তেড়ে আসে ভাসে চোখের জলে। ঐ চোখের জল যে আজ কাল হয়েছে মুছে দিয়েছে শিল্পীর প্রত্যাশা। যেথা যাই শুধু পিছু ধায় আর সংসারের মোহে টানে।। মাঝে মাঝে মনে হয় এবার যাবে পালিয়ে যাবে সে এভাবে থাকলে কিছুই হবেনা তার দেখবো না এই বিশাল পৃথিবী পৃথিবীও জানবেনা তাকে শিল্পের জন্যই যে তার জন্ম সারাদিন শুধু শিল্পীদের সাথে কথা বলবে সে যেখানে শিল্প ছাড়া থাকবেনা আর কোন আস্ফালন সত্যিই পালাবে সে সুখী হওয়ার অধিকার যে তারো আছে!! পালাবেই সে, পালাবেই।। ফারজানা কবীর খান  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।