Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন জিনিস। আগে পেয়েছেন কিনা জানি নাহ। তারপর ও যারা পায়নি শুধু তাদের জন্য।
তো প্রস্তুত তো?
আপনি কি কখন ও আপনার ফেইসবুক বন্ধুদের সাথে চ্যাট করেছেন তাও আবার অপেরা মিনি দিয়ে? কি মনে হচ্ছে? অবাক করছি? আসলে তা নয়।
প্রযুক্তি এতোটাই এগিয়ে গেছে যে এটাএখন আর নতুন কিছু নয়।
হয়তো মনে করছেন এ ব্যাপার টা অসম্ভব! কিন্তু এই অসম্ভব কেই চলুন সম্ভব করে দেখি। অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন যে, কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া অপেরা মিনি তে ফেইসবুক বন্ধুদের সাথে চ্যাট করা যায়? এই পদ্ধতিটা তাদের জন্য যারা এ প্রশ্ন করেছেন বা ভবিষ্যতে করতে যাচ্ছেন।
এখন আপনি S40, S60, IOS, এবং Android এ এই উপায়ে চ্যাট করতেন পারবেন। নিচের লিঙ্ক টি তে যান এবং সহজে চ্যাট করুন আপনার ফেইসবুক বন্ধুদের সাথে।
এইখানে যান
উপভোগ করুন ফেইসবুক এ চ্যাট আর সুস্থ ও শান্তিতে থাকুন। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
পূর্বে প্রকাশিতঃ আমার ইংরেজি ব্লগ এ [এইখানে] আর বাংলাতে এইখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।