পরীক্ষায় অংশ না নিয়ে র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধা দেয়ার মামলায় সোমবার ঝালকাঠি আদালতে কলেজ ছাত্র লিমন হাজির হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়ায় আগামী ৮ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। আজ পুলিশ প্রতিবেদন জমা দেয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। উল্লেখ্য, গত ২৩ মার্চ ২০১১ তারিখ লিমন রাজাপুরে তার বাড়িতে গরু নিয়ে ফেরার পথে র্যাবের গুলিতে পা হারায়। এরপর বরিশাল র্যাব-৮ এর ডিএডি লুত্ফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করে। এ মামলায় হাজিরা দিতে গিয়ে লিমন তার প্রতিক্রিয়ায় বলেন, পুলিশ প্রতিবেদন জমা না দেয়ায় আমার কৃত্রিম পা নিয়ে বারবার হাজিরা দিতে কষ্ট হচ্ছে। এই মামলার কারণে আজ আমার এইচ,এস,সির ব্যবহারিক পরীক্ষা থাকা সত্ত্বেও তা না দিয়ে আদালতে আসতে হয়েছে। অথচ গুলি করে আমার পা হারানোর ঘটনায় র্যাবের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় আজ পর্যন্ত রাজাপুর থানা পুলিশ চার্জশিট দেয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।