nothing to say
ব্লগে এটিই আমার ১ম লেখা।
জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিলাম ৩০ তম তে। কিন্তু প্রথম পাবলিক পরীক্ষা দিয়ে দেখছি যে এর ফলাফল পেতে অনেক দেরী হবে। খবরে দেখলাম হাইকোর্টে রিট হয়েছে। এত বড় একটা পাবলিক পরীক্ষা অথচ এর ১/৩ অংশতে প্রচুর ভুল।
১ টি ২ টি ভুল ব্যপার ছিল না। ইংরেজী,বাংলা অংকসহ ২২ টি ভুল। এর জন্য দেড় লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য ঝুলে পরল। কারন ৫০ হাজার পরীক্ষার্থীকে (যাদের সেট-২ পরেছিল)যদি সুবিধা দেওয়া হয় তবে ১ লক্ষ পরীক্ষার্থীর ক্ষতি হয়ে যাবে। আর তাদের সুবিধা না দিলে তো তারা ক্ষতিগ্রস্ত হবেই।
কিন্তু এই ভুলের দায় কি আমাদের? কোখনই আমরা এর দায় নিতে পারি আ।
পিএসসি'র চেয়ারম্যান বি জি প্রেসের উপর দোষ চাপিয়ে দিয়েই খালাস। তিনি নাকি প্রশ্ন দেখেননি। এত বড় দায়িত্তে থাকা লোকের এ ধরনের মন্তব্য শোভা পায় না। এই খামখেয়ালিপনার জন্য মেধাবীরা সরকারী চাকরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।
আমি নিজে সেট-৩ এ পরীক্ষা দিয়েছি। কিন্তু আমি চাই না যে এই বিতর্কিত প্রশ্নে ফলাফল প্রকাশিত হোক। কেননা এতে কোন না কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হবেই। উপরন্তু সময় নষ্ট হবে। তাই সকল পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি মনে করি যে প্রিলি পরীক্ষা আবার নেওয়া হোক।
শুদ্ধ একটি প্রশ্নপত্রে আবারো আমরা পরীক্ষা দেই। আশা করি সকলেই এ ব্যপারে একই মতামত দিবে।
পিএসসি' সঠিক সিদ্ধান্ত নিক এই কামনাই করি।
মাহবুব সাদিক নাহিদ
কুরমিটোলা,ঢাকা সেনানিবাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।