আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার পরীক্ষা! উত্তরপত্র পরীক্ষা শেষের সাথে সাথে মূল্যায়ন করে ফলাফল দেয়া হবে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

1. আপনার ভালোবাসার মানুষটি ভালো কোনো রেস্টুরেন্টে খেতে চাইছে। এমন অবস্থায় ক. অবশ্যই যাবেন খ. বলবেন আজ নয় আরেক দিন গ. আপনার পকেটের অবস্থা তাকে বলবেন এবং এ অবস্থায় যাওয়া ঠিক হবে কিনা তা ভেবে দেখতে বলবেন। 2. আপনার সন্দেহ হচ্ছে, সঙ্গী আপনাকে কম ভালোবাসেন। তখন_ ক. লক্ষ্য করবেন সত্যি সত্যি সে ভালোবাসা কমিয়ে দিয়েছে কিনা খ. সন্দেহের কথা খুঁজে দেখবেন, গ. নিজের কোনো দোষ কিংবা ভালোবাসার ঘাটতি আছে কিনা।

3. ধরা যাক আপনার গোপন কোনো অসুখ হয়েছে। তখন তাকে_ ক. জানাবেন না খ. সরাসরি জানাবেন না গ. জানাবেন এবং পরামর্শ চাইবেন। 4. আপনার সঙ্গীকে আপনি প্রায়ই_ ক. অবিশ্বাস করেন খ. বিশ্বাস করেন, তবে সেভাবে না গ. সব সময়ই বিশ্বাস করেন। 5. সঙ্গীর কোনো কোছের বন্ধুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলো সেক্ষেত্রে_ ক. সৌজন্য রক্ষার জন্য টুকটাক কথা বলবেন খ. মেজাজ মর্জি ভালো থাকলে কথা বলেন অনেকক্ষণ গ. চেষ্টা করেন, ভালো ব্যবহারের পাশাপাশি কিছুটা সময় গল্প করতে। 6. একদিন জানালেন, আপনার সঙ্গে সম্পর্কের আগে আপনার ভালোবাসার মানুষটির আরো এক জায়গায় সম্পর্ক ছিল এটা নিয়ে_ ক. সঙ্গীকে রীতিমতো জেরা করবেন খ. মোটেও মেনে নিতে পারবেন না গ. ঐ ব্যাপারটা গুর"ত্বই দেবেন না।

বড়োজোর সঙ্গীর সঙ্গে এক আধটু আলাপ করবেন। 7. দুজনের মধ্যে ঝগড়া হলো। একেবারে কথা বন্ধ। দোষটা যদিও আপনার ভালোবাসার মানুষ বা সঙ্গীরই। তখন_ ক. মোটেও আপোস করবেন না খ. সে যদি দোষ স্বীকার করে, তাহলে স্বাভাবিক হবেন গ. তার দোষটা ক্ষমা করে দেবেন এবং নিজেই এগিয়ে যাবেন স্বাভাবিক হতে।

8. সঙ্গীর খুব টাকা-পয়সার টানাটানি চলছে। সে আপনার কাছে না বললেও আপনি জেনে গেছেন। সেক্ষেত্রে_ ক. ব্যাপারটা জানেন না এমন ভাব দেখাবেন খ. সে আপনাকে না বললে সাহায্য করবেন না গ. বিনা দ্বিধায় সাহায্য করতে এগিয়ে আসবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.