আমাদের কথা খুঁজে নিন

   

প্রজনন উর্বরতার পরীক্ষা ও ভ্রুণের জেনেটিক্যাল রোগের পরীক্ষা সম্বন্ধে আসুন জেনে নিই

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !
UCLA তে প্রফেসর Bob Goldberg এর Genetic Engineering in Medicine, Agriculture, & Law কোর্সে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । Dr. Michele Evans, M.D. Ob/Gyn, Reproductive Endocrinologist, Huntington Reproductive Center (+ তিনি নিজে তিন সন্তানের মা) Dr. Michele Evans এই কোর্সে In Vitro Fertilization and Genetic Testing এর উপর একটি চমৎকার লেকচার দিয়েছেন । মোট ২ ঘন্টার এই লেকচারটি শুরু হয়েছে একটি কেস স্টাডি দিয়ে, ২ ছাত্র-ছাত্রী অভিনয় করে এক দম্পতির, যারা সন্তান নিতে খুব আগ্রহী । এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে Dr. Evans বর্ণনা দেন Female ও Male Infertility র কারণ এবং প্রতিকার সম্বন্ধে ; পরে ভ্রুনের উপর কি ধরনের পরীক্ষা এখন চালানো সম্ভব সে সম্বন্ধেও অনেক কথা বলেছেন । এই ভিডিওগুলো থেকে In Vitro Fertilization and Genetic Testing বিজ্ঞানের একদম আধুনিক টেকনিকগুলো সম্পর্কে খুব সহজে জানা হয়ে যাবে । বই পড়েও শিখে অনেকে কিন্তু আমার মত ফাঁকিবাজদের কাছে এমন মিডিয়াই বেশি পছন্দের হওয়ার কথা। প্রথম ভিডিওটি ১ঘন্টা ৭ মিনিটের মত: দ্বিতীয় ভিডিওটি ১ঘন্টা ১ মিনিটের মত : গড়ে প্রতি ১০ জনে ১ জন fertility সমস্যায় ভুগে । সুতরাং বিষয়টি হেসে উড়িয়ে দেয়ার মত নয় যদি না আপনি অলরেডি বাবা বা মা হন । পাওয়ার পয়েন্টের ফাইলটি পাবেন নিচের লিংকে : Click This Link কোর্সটির ওয়েবসাইট : Genetic Engineering in Medicine, Agriculture, & Law
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.