বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। ও ভাই ইউনুস
তুমি দিয়ে ঘুষ
এনেছো নোবেল
নয় সে ডোরবেল।
বিদেশে গিয়ে সাদা মদ খেলে
দু-চারটা নোবেল মেলে।
বলেছে আমার প্রিয় নেতা
দেশের চিন্তায় তার মাথা ব্যাঁথা।
থামাওনিতো কো যুদ্ধ, করোনি শান্তিচুক্তি
নোবেল পাওয়ার কি আছে তোমার যুক্তি।
নোবেল তুমি দিয়ে আস ফিরিয়ে
যোগ্য ব্যক্তির জন্য আমরা ওটা আনবই ঘুরিয়ে।
মানুষ তো নও, তুমি একটা রক্তচোষা
দিয়েছি তোমাকে উপযুক্ত একটা কষা,
গ্রামীন ব্যাংকের পদ নিয়েছি কাঁড়ি
বেশী বাড়লে বাদ যাবেনা তোমার বাড়ী।
গরিব কে তুমি দিয়ে ঋণ
দেশ থেকে তাড়িয়ে পাঠায়েছ চীন।
নিয়েছো ঘরের চাল খুলে
সে কথা কি গেছ ভূলে?
গরীব উৎসাহে নিয়ে লোন
খেয়েছে সব, করেনি উপার্জন,
তাতে এমন কি ক্ষতি হয়েছে তোমার
ঘর-দোর বেঁচে দানসত্র খোল এবার।
ফিরে আস আমাদের মহান দলে
যত্ন করে নেব তুলে কোলে,
আদর করে মাথায় দেব চুম
কদুর তেল মাথায় দাও শান্তির ঘুম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।