natural and simple
আধারাচ্ছন্ন এক সময় ধেয়ে আসছে
রক্তচোষারা ফুলে, ফেপে, ফুসেঁ উঠছে
ধনে, মানে, যশে তারা অগ্রগন্য
মুখোশধারী ভালোমানুষ হয়েও তারা মহামান্য।
আমরা নির্বাক, নিস্তব্ধ, নিথর, অথর্ব
আমরা শীতার্ত, চিকিতসাহীন, নিরন্ন
আমরা যেন রক্তচোষাদের কালের পুতুল,
কালে কালে তাদের ছোবলে হই ধন্য।
আমরা অধকিার চাই না, দান পেয়েই খুশি হই
তারা এদেশের মানুষ আমরা প্রানি বলেই গন্য
অধিকার সচেতনতা দান পেয়েই যাই ভূলে
এভাবেই জীবন বুঝি চলবে কালে কালে।
এই কি আমার সেই দেশ, সেই গগন, সেই মানুষ
যাদরে ত্রিশ লক্ষের রক্তদানে হয়েছিল অধকিার হনন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।