আমাদের কথা খুঁজে নিন

   

সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে ..

Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) দুঃখিত প্রথমেই, হঠাৎ আমার মায়ের অসুস্থতার কারনে মিটিং টাতে অংশ নিতে পারছিনা। মাফ করবেন। স্থান টা ও বেশ দূরে। ওনাকে রেখে যাওয়া টা ভালো হবে না। যারা এখানে আছেন তাদের বলছি। পরবর্তী পদক্ষেপ জানাইয়েন কেউ ওই সময় অবশ্য ই থাকব। প্রসংগঃ সকল ব্লগার, অনলাইন একটিভিস্ট এবং আগ্রহী যে কাউকে ব্লগারস্‌ মিটিং প্রসঙ্গে .. এই ব্যাপারে আমার পূর্বের পোস্টঃ ইউল্যাব এ ঘটে যাওয়া ব্যাপার টি নিয়ে কিছু কথা ক্ষমা চাইছি। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন দয়া করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.