আমিও একদিন মানুষের কথা বলবো, মানুষের পক্ষথেকে। ব্লগার লেখকদের ULAB এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ULAB কর্তৃপক্ষ এখনো সেই সকল অপরাধী কিংবা ছাত্রদের সনাক্ত করতে পারেনি। ছাত্র, কর্তৃপক্ষ এবং আশে-পাশের মানুষদের নিয়ে ULAB কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে। যদি অপরাধীরা ULAB এর ছাত্র হয়, সেক্ষেত্রে ULAB কর্তৃপক্ষ তাদের "Zero Tolerance" নীতিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবে। University of Liberal Arts Bangladesh (ULAB) এবং ছাত্রছাত্রীরা সবসময় ভালোর সাথে থেকেছে, ইভটিজিং এর মত অসামাজিক কাজের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে। তাই আমরা অনুরোধ করবো, আপনারা কোন রকম গুজব, অবাস্তব খবর, অথবা এমন কোন কমেন্ট ব্লগে পোস্ট করবেন না যা সুষ্ঠ তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আপনাদের সহযোগীতাই আমাদের কাম্য। আমরা আবার আপনাদের জানাচ্ছি, ইউল্যাব কখনোই ইভটিজিং কে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও কখনো দেবে না। ধন্যবাদান্তে ULAB Communications Department
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।