স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা হ্যা গতকাল থেকেই একের পর এক রি-পোষ্ট করে যাচ্ছে একজন ব্লগার । বঙ্গরাষ্ট্র পরিকল্পনায় আসিফ মহিউদ্দীন একটা কথা আছে না , কত হাতি গেলো তল মশা বলে কত জ্বল হা হা হা ,এরশাদ , জিয়া। শেখ মজিব , খালেদা ,হাসিনা , ফখরুদ্দীন , কত জন রাষ্ট্রের ক্ষমতা ধর ব্যাক্তিরা বঙ্গরাষ্ট্র ঘঠনের কথা কল্পনা করতেও ভয় পেয়েছে , আর আসিফ মহিউদ্দীন বানাবে বঙ্গরাষ্ট্র , এটা হবে পৃথিবীর সব চাইতে অসম্ভব কিছু । আমার মনে হয় না অ্যামেরিকার পেসিডেন্ট এমন দুরসাহস করবে না , যে কিনা এখন সারা বিশ্বের সব চাইতে ক্ষমতা ধর ব্যাক্তি । ভাবতে অবাক লাগে এই আবুল ব্লগার এমন নিউজ নিয়ে কিভাবে একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে ।
আসিফ মহিউদ্দীন যদি বিশ্বের সব চাইতে ক্ষমতাশালী ব্যাক্তি হতো তাহলে এমন নিউজ বিশ্বাস যোগ্য হতো, কিন্তু সে আমাদের মতন একজন ব্লগার হয় তো আমাদের চাইতে তার জ্ঞান বুদ্ধি ভালো বা তার লেখা দিয়ে সবাইলে আকর্ষণ করতে পারে , তাই বলে এই নয় যে তার হাতে আলাদীনের জাদুর চেরাক আছে , সে চাইলেই বঙ্গরাষ্ট্র বানাতে পারবে । এমন অগ্রহন যোগ্য পোষ্ট বারে বারে রি-পোষ্ট দিয়ে ব্লগারদের বিরক্ত করার কোন মানেই হয় না । মডারেশন পোষ্টি প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে , তার পরেও কেন একের পর এক রি-পোষ্ট ?? এই অজ্ঞ ব্লগার যদি বলতো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গরাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছে , তাহলেও কিছুটা গ্রহন যোগ্যতা পেতো , কিন্তু এক জন ব্লগারকে নিয়ে এভাবে একের পর এক পোষ্ট দেওয়ার মানেই হয় না । ডাঃ ইউনুস কে নিয়ে যেমন সরকারী দলের এম্পি মন্ত্রীরা বিতর্কিত মন্তব্য করে মিডিয়ার সামনে আসতে চায় , ঠিক এই ব্লগার তেমনি নিজেকে সবার কাছে হাজির নাজির করতেই এই ফালতু পোষ্ট । ।
ভারত পারলে বাংলাদেশ দখল নিবে আর তারা কিনা বঙ্গরাষ্ট্র ঘঠন করার জন্য তাদের দেশের একটি বিশাল অংশ ছেড়ে দিবে বঙ্গরাষ্ট্র হা হা হা হা হা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।