আমাদের কথা খুঁজে নিন

   

সতিনের ছেলের আপন মা

আমার পরিচিত এক লোক দুই বিয়ে করেছে । দুই বিয়ে করলে সাধারনত যা হয়, বড় বউ বাড়ীতে থাকে, ছোট বউ স্বামীর সাথে কর্মস্থলে থাকে। এই লোকের ক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টো । ছোট বউ থাকে বাড়িতে সেনবাগ। বড় বউ স্বামীর সাথে সোনাগাজিতে ।

আশ্চর্যের ব্যাপার হল,বড় বউএর দুই ছেলে থাকে ছোট মায়ের কাছে । এই দুই ছেলেই বড় হয়েছে ,দুজনেই চিটাগাং চাকুরী করে। দুজনেই বেতনের টাকাটা মাস শেষে ছোট মায়ের কাছে পাঠিয়ে দেয়। ছোট মা আবার কিছু টাকা সতিনের জন্য পাঠায় । ঈদ সহ নানা উৎসব তারা ছোট মায়ের সাথেই করে।

আজ মা দিবস। আজকের প্রতিপাদ্দ্যের মধ্যে এই ছোট মা তথা সৎ মা টি কি পড়বে ? যে তার নিজের দুই সন্তান থাকার পরও সতিনের ছেলেদের আপন মায়ের আসনে বসে আছেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।