সদা নিরুপায় তবুও অকুতোভয়
সাভার ট্রাজেডির আস্বীর্বাদ 'রেশমা'। নিজের জীবন নিয়ে ধ্বংসস্তুপে বেঁচে ছিলেন ১৭ দিন। বেচে যেন সরকারের উপকারেই আসলেন। তাই চাকরি পেলেন হোটেল ওয়েস্টিনে। মাত্র ৬০ হাজার টাকা বেতন তার ! সঙ্গে আয়েশী জীবন।
আহ, কপাল বটে মেয়ে তোমার।
রাজশাহীতে জামাত-শিবিরের হামলার অভিশাপ 'ঝরনা বেগম'। নিজের জীবন বিপন্ন করে এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছিলেন হুদাই। ঘটনার পরপরই তার কপালে জুটে অভিনন্দনের বন্যা। তবে তার করা সেই সাহসি কাজের পুরুস্কারও পাচ্ছেন এই নারী।
একটা চাকরির আসায় দ্বারে দ্বারে ঘুরছেন পাগলের মতো। সরকার করছে তাকে নিয়ে উপহাস।
মন্তব্য: যারা নাটক বা অভিনয় করেন, তাদের একটা পারিশ্রমিক আছে। কিন্তু ঝরনা বেগম, আপনি তো নাটকে অভিনয়ই করেন নি। সো আপনাকে নিয়ে কেন প্রেসব্রিফিং হবে, কেন আপনাকে নিয়ে ফটোসেশন হবে, কেন এতো টাকা বেতন পাবেন ??? আপনি তো সিনেমা হলের তৃতীয় শ্রেনীর দর্শক।
বসার জন্য সীট পাবেন না, পেলেও খাবেন ছারপোকার কামড়। কিন্তু, আপনি মনে রাখবেন, দিনশেষে আপনারই জয় হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।