সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
সৃষ্টির সেরা জীব মানুষ। সৃষ্টিকর্তার সৃষ্ট সকল মাখলুকাতের মধ্যে মানুষকে সর্ব শ্রেষ্ট আসনের মর্যাদা দিয়েছেন কারণ একমাত্র মানুষের মাঝেই আছে বিবেক ও ভালো মন্দ বিচার করার ক্ষমতা। অথচ সৃষ্টির সেরা জীব মানুষ যখন তার কর্মে ও কথায় এবং ক্ষমতা বলে কোন অন্যায় ও কজের মাঝে লিপ্ত হয় এবং আইন বলে সৃষ্টিকর্তার বিধানকে লঙ্ঘণ করে অপরের উপর চাপিয়ে দেয় যা জন্ত জানোয়ার কিংবা পশুদের মাঝেও দেখা যায়না। আমরা দেখিনাই সৃষ্টির নিকৃষ্ট জীব সারমেয় কিংবা শুকর অথবা কোন সরিসৃপ তাদের প্রজাতির সম লিংগের কারো সাথে সঙ্গম করতে কিংবা সহবাস করতে। সৃষ্টিকর্তার বিধান হলো নারী পুরুষ বিপরীত লিংগের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সংসার ধর্ম পালন করবে।
এমন বিধান পশু -পাখি, কীট -পতঙ্গ ও জন্ত- জানোয়ারের জন্যও। কিন্তু দুঃখের বিষয় জন্তু-জানোয়ার, কীট-পতঙ্গ সৃষ্টিকর্তার বিধান মেনে চললেও সৃষ্টির সেরা জীব মানুষ প্রগতিবাদীর দোহাই দিয়ে সৃষ্টিকর্তার বিধান ও নিয়ম থেকে দূরে সরে এসে সমকামিতায় লিপ্ত হচ্ছে। পৃথিবীর ক্ষমতাধর দেশের ক্ষমতাবান রাষ্ট্রনায়ক মত দিলেন এমন এক বিষয়ে যা জন্ত-জানো্য়ারের মাঝেও দেখা যাবেনা। তা হলে কী সময় এসেছে জন্তু-জানোয়ার-পশু পাখিদের কাছ থেকে শিক্ষা নিবার? বিস্তারিত জানতে নিচে
সমলিঙ্গের বিয়ের প্রশ্নে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সমকামীদের বিয়েতে সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
গত বুধবার এবিসি নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ওবামা এ বিষয়ে তাঁর অবস্থান জানিয়ে দেন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট ওবামা সমকামী বিয়ের মতো স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানালেন। ওবামা বলেন, ‘সমলিঙ্গের বিয়ে নিয়ে আমার অবস্থান স্পষ্ট করা জরুরি। টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, 'আমার জন্য সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি, সমকামী জুটির বিয়ের অধিকার থাকা উচিত। '
তাঁর মতে, সমকামীদের বিয়ে করতে দেওয়া উচিত এবং সমলিঙ্গের মধ্যে দাম্পত্যের ব্যাপারে সমর্থন জানানো উচিত।
’ ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিলেন। সমকামী বিয়ের ইস্যুতে ২০১০ সালে ওবামা বলেছিলেন, 'এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি এখনও চূড়ান্তরূপ নেয়নি। ' এর পক্ষে বা বিপক্ষে না থেকে রাজনৈতিক দিক দিয়ে অনেকটা নিরাপদ থাকার চেষ্টা করেন তিনি। মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের পরিচালিত জরিপে দেখা যায়, ৫০ শতাংশ মার্কিন জনগণ সমলিঙ্গের বিয়েকে আইনসিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। যদিও গত বছরের জরিপের তুলনায় এবার সমলিঙ্গের বিয়ের প্রতি সমর্থন কিছুটা কমে এসেছে।
আর এ জাতীয় উদ্যোগের বিপক্ষে মত দেন ৪৮ শতাংশ। নিচের লিংক দ্রষ্টব্যঃ
I Support Gay Marriage: President Obama
বিষয়টি নিয়ে ইতি মধ্যে যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনি অবশ্য সমলিঙ্গের বিয়ের বিপক্ষে।
সমলিঙ্গের বিয়েতে ওবামার সমর্থন দেওয়ার প্রতিক্রিয়ায় নিউইয়র্কের ধর্মযাজক কার্ডিনাল টিমোথি ডলান এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের এই ঘোষণা দুঃখজনক। এই ঘোষণার ফলে বিয়ে বন্ধনকে হেয় করা হয়েছে, যা সমাজের জন্য ক্ষতিকর হবে।
বিভিন্ন নাগরিক সংগঠন ওবামার ঘোষণাকে স্বাগত জানায়।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করায় ওবামা কতটা লাভবান হবেন সে বিষয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে।
সূত্র : US News online. বিবিসি, এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।