আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের হলে কি খাওয়ানো হয়?

আপনজন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। স্বাদ জাগে বিশ্ববিদ্যালয়ের হলে থাকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্ত দেশের মেধাবী ছাত্রদের জন্য কি অপেক্ষা করে তা কি কেউ ভর্তি হওয়ার আগে জানতে পারে। বাবা-মায়ের অতি আদরের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

তাদের মধ্যে অনেকে আছেন যারা কোন দিন নিজ হাতে ভাত তুলে খান নি। বাবা-মা অতি আদর করে তাদের খাওয়াতেন। বাসি খাবার বা পচাঁ খাবার তো দুরের কথা একটু স্বাদ না হলে সেটা আর খেতো না তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের কি খাওয়া নো হয় জানেন, পচাঁ, বাসি খাবার। প্রতিদিনই রাজধানীর কাওরান বাজার থেকে সবচেয়ে নিম্ন মানের শাক-সবজি ও পচাঁ তরি তরকারি নিয়ে আসা হয় হলের ক্যান্টিনগুলোতে।

আজ রাতেও তাই হয়েছিলো। কিন্তু সূর্যসেন হলের ছাত্ররা হঠাৎ করেই তা দেখতে পান। এরপরই ক্ষিপ্ত হয়ে ছাত্ররা হলের লাদেন গুহা নামে পরিচিত ক্যান্টিনে ভাংচুর করে। আর এই খবর পেয়ে ক্যান্টিনের ম্যানেজার পালিয়েছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.