ভালোলাগে ভালোবাসা, স্নেহ-মমতা, অসীম-বিশ্বাস, নীলদিগন্তে বিচরণ আর ভালোলাগে ব্লগে আপনাদের সঙ্গে সময় কাটানো...
বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এতই খারাপ মানের যে,আমরা যারা বিদেশে লেখা পড়া করেছি কিংবা বিদেশে থাকি তারা বুঝতে পারি। বাইরের শিক্ষা ব্যবস্থার সাথে দেশের শিক্ষা ব্যবস্থা তুলনা করলে বড়ই লজ্জায় পড়তে হয় । নাই তেমন কোন গবেষণার সুবিধা নাই তেনম কোন প্রয়োজনীয় যন্ত্রপাতি । শুধু মাত্র ফাঁকা বুলির শিক্ষা । সার্টিফিকেট অর্জন করা ছাড়া আর অন্য কিছু নয় ।
যদিও এই শিক্ষা মানবিক বিষয়ের জন্য ঠিক আছে কিন্তু বিজ্ঞান বিষয়ের জন্য এদেশে যা শিক্ষা দেয়া হয় তা কোন কাজের শিক্ষা নয় । শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে বেকার সমস্যা বাড়ানো ।
তার উপর ঢাকা সহ বড় বড় শহর গুলিতে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে । সেগুলি ঘুপসি পরিবেশে বাসাবাড়ীর মধ্যে । বাইর থেকে দেখে বুঝার উপার নাই এটি একটি বাড়ি না অন্য কোন কিছু।
সাইন বোড দেখে বুঝা যায় সেটা একটি বিশ্ববিদ্যালয় । হায়রে শিক্ষা যা আমাদের দেশে চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে !!!!
এই প্রাইভেট বিশ্ববিদ্যালগুলির অধিকাংশের আবার স্থায়ী কোন শিক্ষক নাই । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামী দামী শিক্ষক দিয়ে চালানো হচ্ছে । পাবলিক বিশ্ব বিদ্যালয়ের যে শিক্ষকেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
ক্লাস নেন তারা কি ঠিকভাবে নিজের কর্মক্ষেত্রে সময় দিতে পারছেন ?
নিশ্চয় উত্তর টি না হবে । কারন আমি জানি ।
আমিও একজন শিক্ষক প্রায় ত্রিশ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়াচ্ছি ।
বাংলাদেশ সরকার কি ব্যাপারগুলি জানেন না । সরকার কি পারেনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়ে তাঁদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো বন্ধ করতে ? তাহলে করেন না কেন ?? কারন হল একটাই আমাদের দেশের যে সমস্ত নেতা -নেত্রী এ বিষয়ে কথা বলা কথা তাদের কারই ছেলে মেয়েরা দেশে পড়াশুনা করেনা , পড়াশুনা করে বাইরের দেশে । এদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেলে তাদের রাজনীতি করা সহজ হবে । যেমন ফেরাউন করেছিলো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।